Advertisement
০৪ মে ২০২৪
ডিটিপিএস

শ্রমিক সমস্যা মেটাতে আর্জি মুখ্যমন্ত্রীর কাছে

ডিভিসি-র দুর্গাপুর তাপবিদ্যুত্‌ কেন্দ্রে (ডিটিপিএস) ঠিকাদারের অধীনস্থ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল সমর্থক ছাড়া অন্য কাউকে গেটপাস নিতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ জানিয়ে সমস্যা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল সব ক’টি শ্রমিক সংগঠন।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০০:৫৭
Share: Save:

ডিভিসি-র দুর্গাপুর তাপবিদ্যুত্‌ কেন্দ্রে (ডিটিপিএস) ঠিকাদারের অধীনস্থ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। তৃণমূল সমর্থক ছাড়া অন্য কাউকে গেটপাস নিতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ জানিয়ে সমস্যা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল সব ক’টি শ্রমিক সংগঠন।

সিটু, এআইটিইউসি, ইউটিইউসি, টিইউসিসি, আইএনটিইউসি, বিএমএস, এআইসিসিটিউ-সহ বিভিন্ন দলের ৯টি শ্রমিক সংগঠন সোমবার ডিটিপিসি-র সমস্যা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে। জীবিকাচ্যুত শ্রমিকদের কাজে যোগ দেওয়ার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে তারা। চিঠিতে সিটুর তরফে রাজ্য বিদ্যুত্‌ ইউনিয়নের নেতা প্রশান্ত নন্দী চৌধুরী বা ইউটিইউসি-র তরফে সরাসরি সংগঠনের রাজ্য সম্পাদক অশোক ঘোষ সই করেছেন। স্থানীয় শ্রমিক নেতৃত্বের অভিযোগ, শাসকদলের দাপট এতটাই যে, সেখানে স্থানীয় স্তরে অনেকে চিঠিতে সই দিতেও ভয় পাচ্ছেন!

কলকাতায় সব ক’টি ট্রেড ইউনিয়নের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে এসে দুর্গাপুরের শ্রমিক নেতারা এ দিন জানান, ঠিকাদারের আওতায় শ্রমিক নিয়োগের ব্যবস্থা বহু দিন ধরেই চালু আছে ডিটিপিএসে। কিন্তু এখন তৃণমূল অনুমোদিত একটি শ্রমিক ইউনিয়ন এবং শাসক দলের সমর্থক আরও একটি ইউনিয়ন এই দু’টি সংগঠনের লোক ছাড়া কাউকে নেওয়া যাবে না বলে ঠিকাদারদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। ওই দু’টি সংগঠনের সমর্থক নন, এমন শ্রমিকদের গেটপাস পর্যন্ত আটকে দেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। ইউটিইউসি-র বর্ধমান জেলা সম্পাদক রজত দত্তের বক্তব্য, “এই অবস্থা চলছে গত মাস চারেক। স্থানীয় স্তরে ডিভিসি কর্তৃপক্ষ, পুলিশ-প্রশাসন ও সহকারী শ্রম কমিশনারের দফতরে বারবার আবেদন জানিয়েও সুরাহা হয়নি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

durgapur thermal power station dtps durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE