Advertisement
২১ মে ২০২৪

মে দিবসে পঞ্চায়েত ভোট নিয়ে মামলা

বিষয়টির গুরুত্ব বুঝে তিনি মামলাটি পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। ওই এজলাসেই পঞ্চায়েত ভোট সংক্রান্ত অন্য মামলার শুনানি হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলির মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ১৬ এপ্রিল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৪:৫৪
Share: Save:

মে দিবসে পঞ্চায়েত ভোটের দিন ধার্য করার বিরুদ্ধে গোড়া থেকেই সরব শ্রমিক সংগঠনগুলি। রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দরবার করেও সুরাহা না হওয়ায় কলকাতা হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের করেছিল তারা। সি্টু-সহ কেন্দ্রীয় ট্রে়ড ইউনিয়নগুলির ওই আবেদনের শুক্রবার শুনানি ছিল বিচারপতি শেখর বি শরাফের এজলাসে। বিষয়টির গুরুত্ব বুঝে তিনি মামলাটি পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে। ওই এজলাসেই পঞ্চায়েত ভোট সংক্রান্ত অন্য মামলার শুনানি হয়েছে। শ্রমিক ইউনিয়নগুলির মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে ১৬ এপ্রিল। ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ এ দিন বলেন, ‘‘১ মে আমরা শ্রমিক দিবস পালন করব। প্রতি বছরের মতো সমাবেশও হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE