Advertisement
০৩ মে ২০২৪
Binoy Tamang

হাসপাতাল বিনয় তামাং

প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, গলব্লাডারে পাথর থেকে ব্যাথা হয়েছে। ২৪-৪৮ ঘণ্টা দেখার পর প্রয়োজনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

হাসপাতালে বিনয় তামাং। নিজস্ব চিত্র।

হাসপাতালে বিনয় তামাং। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০৪:২৬
Share: Save:

পাহাড়ে মোর্চার ক্ষমতাসীন গোষ্ঠীর সভাপতি বিনয় তামাংকে শিলিগুড়ির মাটিগাড়া উপনগরীর একটি নার্সিংহোমে ভর্তি করানো হল। বুধবার দুপুরে তাঁকে দার্জিলিং থেকে শিলিগুড়ি আনা হয়। মোর্চা সূত্রের খবর, এ দিন সকাল থেকে অসম্ভব পেটের যন্ত্রণায় তিনি কাবু হয়ে পড়েন। তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। অক্সিজেনের প্রয়োজন হচ্ছিল। চিকিৎসকেরা তাঁকে শিলিগুড়ি রেফার করেন। টানা অক্সিজেন দিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে শিলিগুড়ি আনা হয়। প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, গলব্লাডারে পাথর থেকে ব্যাথা হয়েছে। ২৪-৪৮ ঘণ্টা দেখার পর প্রয়োজনে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিনয়ের সঙ্গে এসেছেন মোর্চা সচিব অনীত থাপা, জিটিএ হেল্পডেক্সের প্রধান বিন্নি শর্মা। চিকিৎসকেরা জানান, মোর্চা নেতা স্থিতিশীল আছেন। আগেও এক দফায় টানা অনশনে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Binoy Tamang Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE