Advertisement
১০ জুন ২০২৪
BJP

উত্তরবঙ্গের হাওয়া খতিয়ে দেখল বিজেপি

বৈঠকে উপস্থিতরা অধিকাংশই পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। তাই তাঁদের জন্য থাকছে বাঙালি খাবারের ব্যবস্থা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৫:৪৮
Share: Save:

রাজ্যে দলের সাংগঠনিক শক্তির পর্যালোচনা করতে গত কাল থেকে দিল্লিতে শুরু হয়েছে বিজেপির বৈঠক। আজ রায়গঞ্জ, বালুরঘাট ও মালদহ (উত্তর ও দক্ষিণ) ওই চারটি লোকসভা কেন্দ্রের বিধানসভাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং ওই আসনগুলির সাংসদেরা। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলাগুলির সভাপতিরাও। কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বাংলার দায়িত্বপ্রাপ্ত কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা দিনভর ছিলেন বৈঠকে। লোকসভায় উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটিতে জিতেছে বিজেপি। হার হয়েছে কেবল মালদহ দক্ষিণ কেন্দ্র। ওই কেন্দ্রে সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর জন্য রাজ্য নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন বিজয়বর্গীয়রা। সূত্রের খবর, ওই সাতটি লোকসভা থেকে অন্তত ৩৫-৪০টি আসন জেতার লক্ষ্য স্থির করেছে দল।

বৈঠকে উপস্থিতরা অধিকাংশই পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। তাই তাঁদের জন্য থাকছে বাঙালি খাবারের ব্যবস্থা। তবে কেন্দ্রীয় নেতা কৈলাশ ও শিবপ্রকাশ একসঙ্গে খাচ্ছেন বলে সবই নিরামিষ। আজ মুসুর ডাল ও উচ্ছে ভাজা চেটেপুটে খেয়েছেন কৈলাশ ও শিবপ্রকাশেরা। ছাড়েননি মিষ্টি দইও। আগামিকাল সকালে প্রাতরাশে থাকছে পরোটা ও ছোলার ডাল। আর দুপুরে সুক্তো। ওই পদটি যে ভাত দিয়ে খেতে হবে, সেটি পরিবেশনের সময়ে বিজয়বর্গীয় ও শিবপ্রকাশকে বোঝাতে হবে বলে জানাচ্ছেন খাওয়ানোর দায়িত্বে থাকা এক কর্মী। আর এক কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন অবশ্য বাইরে কিছু খান না। তাঁর খাবার আসছে বাড়ি থেকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bjp North Bengal Kailash Vijayvargiya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE