Advertisement
১৮ মে ২০২৪

আদালতে সময় চাইলেন মুকুল

গত ৯ ফেব্রয়ারি রাতে হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই খুন হয়েছিলেন হাঁসখালির বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ। ঘটনার তদন্তে নেমে সিআইডি পাঁচ জনকে গ্রেফতার করে। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে।

মুকুল রায়।

মুকুল রায়।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০৪:৫৯
Share: Save:

তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় তাঁকে অব্যাহতি না দেওয়ার আর্জির শুনানিতে বিচারকের কাছে আরও সময় চাইলেন বিজেপি নেতা মুকুল রায়। শনিবার রানাঘাট আদালতের এই আবেদন জানান তাঁর আইনজীবী। অভিযুক্ত হয়েও ছাড় পাওয়া আর এক নেতা, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের আইনজীবী অবশ্য শুনানিতে নিজের বক্তব্য জানান। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভদীপ মিত্র আগামী শনিবার ফের শুনানি ধার্য করেছেন।

গত ৯ ফেব্রয়ারি রাতে হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই খুন হয়েছিলেন হাঁসখালির বিধায়ক তথা জেলা যুব তৃণমূল সভাপতি সত্যজিৎ। ঘটনার তদন্তে নেমে সিআইডি পাঁচ জনকে গ্রেফতার করে। এর মধ্যে তিন জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রমাণাভাবে দু’জনকে নিষ্কৃতি দেওয়ার আর্জি জানিয়েছিল সিআইডি। মুকুল এবং জগন্নাথও সেই সঙ্গে অব্যাহতি পান। পরে মিলন সাহা নামে এক জন আদালতে রিভিশন পিটিশন দাখিল করে বলেন, ওই দু’জনকে নিষ্কৃতি দেওয়া ঠিক হয়নি, যেহেতু তাঁরা সন্দেহভাজনের তালিকায় ছিলেন এবং তদন্ত এখনও চলছে। আইনগত দিক দিয়ে এটা ঠিক হয়নি দাবি করে তাঁর আর্জি, গত ২০ অগস্টের ওই আদেশ সংশোধন করা হোক।

তবে জগন্নাথের আইনজীবী রাজা বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ওই ঘটনায় মিলন সাহার আবেদন জানানো আইনগ্রাহ্য নয়। প্রয়োজনে তদন্তকারী সংস্থার তা করতে পারত। তাদের উচিত ছিল, পুনরায় তদন্তের জন্য জেলার অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত করা।” তবে সরকার পক্ষের আইনজীবী শাশ্বতগোপাল মুখোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, অসীমকুমার দত্তেরা পাল্টা দাবি করেন, “নিয়ম মেনেই সব করা হয়েছে। এ সব ক্ষেত্রে যে কেউ আবেদন জানতে পারেন। মুকুল রায়ের আইনজীবী সময় চেয়েছেন। আগামী শনিবার মহামান্য বিচারক তাঁর বক্তব্য শুনবেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mukul ray TMC Bjp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE