Advertisement
১৩ জুন ২০২৪

বারুইপুরে গুলিবিদ্ধ বিজেপি কর্মী

বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করছিলেন আক্রান্তের ভাই ভোলা। তাঁকে ডাকতে সেখানে গিয়েছিলেন প্রসাদ। সেই সময়ে প্রসাদকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৯ ০৩:১২
Share: Save:

বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন বিজেপি কর্মী। ঘটনাস্থল বারুইপুরের বৃন্দাখালি গ্রাম পঞ্চায়েতের জয়তলা। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মী প্রসাদ মণ্ডলের উপর হামলা করেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বৃহস্পতিবার বিকেলে বাড়ির কাছেই একটি পুকুরে স্নান করছিলেন আক্রান্তের ভাই ভোলা। তাঁকে ডাকতে সেখানে গিয়েছিলেন প্রসাদ। সেই সময়ে প্রসাদকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

প্রসাদের পরিবার সূত্রে খবর, আক্রান্তের ডান পায়ে গুলি লেগেছে। ঘটনার পরে আহতকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকেরা জানান, গুলি পায়ের ভিতরে থাকার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। তার পরেই প্রসাদকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, প্রসাদ ও ভোলা এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। সম্প্রতি স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে একাধিক বার দুই ভাইয়ের গোলমালও হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা বিজেপির (পূর্ব) জেলার সভাপতি সুমিত দাস বলেন, ‘‘এই ঘটনার পিছনে রয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি।’’ বারুইপুর ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তীর বক্তব্য, ‘‘বিজেপি কর্মীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত।’’ বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, ‘‘প্রসাদ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনও নির্দিষ্ট ভাবে দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি তিনি। দুষ্কৃতীদের খোঁজ চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Firing BJP Worker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE