Advertisement
০১ নভেম্বর ২০২৪

আটকে রেখে টাকা দাবি, গ্রেফতার ২

বিরোধ শুরু হয়েছিল ব্যবসায়িক লেনদেন নিয়ে। তার জেরে অপহরণ করে আটকে রাখা হয় এক অংশীদারকে। সেই অপহরণের অভিযোগে অন্য দুই অংশীদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রসেনজিৎ দত্ত ও জ্ঞানেন্দ্র মান্না।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৪
Share: Save:

বিরোধ শুরু হয়েছিল ব্যবসায়িক লেনদেন নিয়ে। তার জেরে অপহরণ করে আটকে রাখা হয় এক অংশীদারকে। সেই অপহরণের অভিযোগে অন্য দুই অংশীদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতদের নাম প্রসেনজিৎ দত্ত ও জ্ঞানেন্দ্র মান্না।

টালিগঞ্জ স্টুডিওপাড়ার তিন টেকনিশিয়ান প্রসেনজিৎ ও জ্ঞানেন্দ্র এবং তাপস নস্কর একটি তথ্যচিত্র তৈরির জন্য টাকা বিনিয়োগ করেছিলেন। তাপস দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা। জ্ঞানেন্দ্র ও প্রসেনজিৎ হরিদেবপুরে থাকেন। সম্প্রতি ওই টাকা বিনিয়োগ নিয়ে তিন জনের মধ্যে ঝামেলা শুরু হয়। পুলিশি সূত্রের খবর, প্রসেনজিৎ ও জ্ঞানেন্দ্র রবিবার বিকেলে তাপসকে সোনারপুরের মহামায়াতলায় ডেকে পাঠান। তাপস সেখানে গেলে তাঁকে হরিদেবপুরের একটি স্কুলে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ। ওই সন্ধ্যায় ৫০ হাজার টাকা চেয়ে হুমকি-ফোন আসে কার্তিক প্রামাণিক নামে তাপসের এক বন্ধুর কাছে। কার্তিক সোনারপুর থানায় তাপসকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ হরিদেবপুর থেকে তাপসকে উদ্ধার করে। তিন অংশীদারেরই দাবি, পরস্পরের কাছে তাঁদের টাকা পাওনা আছে। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

kidnapped ransom
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE