Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Calcutta High Court

শুক্রবারই ভোট, কোর্টের ভর্ৎসনা সরকারকে

শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, ভোটার রয়েছেন ৩৩০ জনের মতো। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সিটু এবং আইএনটিটিইউসি।

calcutta high court

কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২৪ ০৪:০৬
Share: Save:

আইটিসি সংস্থার কর্মী ইউনিয়নের নির্বাচন আজ, শুক্রবার সুষ্ঠু ভাবে করাতেই হবে, রাজ্য সরকারকে এমন নির্দেশ দিয়ে ভর্ৎসনাও করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বার রশিদীর ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সিটু সূত্রে জানা গিয়েছে, বিচারপতি বসাক সরকারি আধিকারিকদের উদ্দেশে মন্তব্য করেন, শুক্রবার সুষ্ঠু ভাবে নির্বাচন না করতে পারলে, ভগবান ছাড়া কেউ আপনাদের বাঁচাতে পারবেন না। কারখানার সিটুর সংগঠনের সভাপতি তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্যের অভিযোগ, “আধিকারিকেরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে নির্বাচন বন্ধ করতে চাইছেন। শাসক দলের ক্রীড়নক হিসেবে কাজ করছেন। ওঁদের জেলে ঢোকানো উচিত।” সংগঠনের সহ-সভাপতি গৌতম রায় জানান, গত ১৫ মার্চ নির্বাচনের দিন ঠিক হয়। কিন্তু ১৩ তারিখ রাতে সরকার জানায়, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় ভোট করানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে হাই কোর্টে যায় সিটু। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের বেঞ্চ নির্বাচন করার নির্দেশ দেয়। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল সরকার। শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, ভোটার রয়েছেন ৩৩০ জনের মতো। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে সিটু এবং আইএনটিটিইউসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Calcutta High Court West Bengal government ITC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE