Advertisement
০২ জুন ২০২৪
CBI

CBI: নিহত বিজেপি নেতার বারাসতের বাড়িতে তদন্তে সিবিআইয়ের প্রতিনিধিদল

গোড়া থেকেই নিহতের পরিবারের অভিযোগ ছিল, মহম্মদ আলিকে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে।

বিজেপি নেতা মহম্মদ আলির বাড়িতে সিবিআইয়ের একটি প্রতিনিধিদল।

বিজেপি নেতা মহম্মদ আলির বাড়িতে সিবিআইয়ের একটি প্রতিনিধিদল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বারাসত শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৭:৫৭
Share: Save:

বিজেপি নেতা মহম্মদ আলি খুনের মামলায় তদন্তের জন্য বারাসতে তাঁর বাড়িতে গেল সিবিআইয়ের একটি প্রতিনিধিদল। শনিবার বারাসতের চন্দনপুরের ওই নেতার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী সেলিমা বিবির সঙ্গে কথা বলেন সিবিআইয়ের তদন্তকারীরা।

অভিযোগ, ২৫ জুন তৃণমূলআশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন মহম্মদ আলি। প্রায় এক মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ৬ অগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে মারা যান তিনি। গোড়া থেকেই নিহতের পরিবারের অভিযোগ ছিল, মহম্মদ আলিকে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা পিটিয়ে খুন করেছে। এই ঘটনায় কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার গ্রহণ করেছে সিবিআই।

এই ঘটনায় সম্প্রতি খুনের মামলা রুজু করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, শনিবার সকালে এই মামলার তদন্ত করতে চন্দনপুরে নিহত বিজেপি নেতার বাড়িতে আসেন সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধিদল। মহম্মদ আলির স্ত্রী-র সঙ্গে কথা বলে ঘটনার দিনের সবিস্তার তথ্য সংগ্রহ করেন তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Murder Crime TMC BJP Barasat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE