Advertisement
১৮ মে ২০২৪
Mamata Banerjee

CM Mamata Banerjee: সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাস হাতে নিচ্ছে পরিবহণ দফতর, জানালেন মুখ্যমন্ত্রী

মূল ঘটনা

১৫:১৩ সর্বশেষ
১ সেপ্টেম্বর ইউনেসকোর দুর্গা-স্বীকৃতিতে কলকাতায় শোভাযাত্রা: মুখ্যমন্ত্রী
১৫:০১
স্বাস্থ্য দফতরে খুব ভাল কাজ হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই: মুখ্যমন্ত্রী
১৫:০০
দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ হলেই আমি পুজো দিতে যাব: মুখ্যমন্ত্রী
১৪:৩১
ডেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ: মুখ্যসচিব
১৪:২৩
ভোটের অজুহাত দিয়ে সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখা চলবে না: মুখ্যমন্ত্রী
১৪:১২
পঞ্চায়েত দফতরের কাজে আরও জোর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
১৪:১১
প্রাইভেটের নাম করে ‘করে খাওয়া’ হচ্ছে, ওসব চলবে না: মুখ্যমন্ত্রী
১৪:০২
দয়া করছে না, এটা ব্যাঙ্কগুলোকে বুঝতে হবে: মুখ্যমন্ত্রী
১৩:৫৯
করোনায় কমেছে রাজস্ব আদায়: মুখ্যমন্ত্রী
১৩:৫৬
৭২ শতাংশ মানুষকে দ্বিতীয় টিকা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৩ key status

১ সেপ্টেম্বর ইউনেসকোর দুর্গা-স্বীকৃতিতে কলকাতায় শোভাযাত্রা: মুখ্যমন্ত্রী

১ সেপ্টেম্বর দুপুর ১টায় শ্যামবাজার থেকে শোভাযাত্রা হবে। দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেসকো-কে ধন্যবাদ জানিয়ে পথে নামবে কলকাতা। গোটা রাজ্যের মানুষ কেউ উলুধ্বনি, কেউ দোয়া করে শোভাযাত্রাকে সমর্থন জানাবেন। রেড রোডে হবে পুজো কার্নিভালও। ঘোষণা মুখ্যমন্ত্রীর।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০১ key status

স্বাস্থ্য দফতরে খুব ভাল কাজ হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই: মুখ্যমন্ত্রী

স্বাস্থ্য দফতর খুব ভাল কাজ করেছে। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। করোনা পরিস্থিতিতে দুর্দান্ত কাজ হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী। 

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০০ key status

দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শেষ হলেই আমি পুজো দিতে যাব: মুখ্যমন্ত্রী

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তাড়াতাড়ি মন্দিরের কাজ শেষ হোক। মন্দির খুললেই আমি প্রথম পুজো দিতে যাব।’’ 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩১ key status

ডেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ: মুখ্যসচিব

ডেউচা-পাঁচামিতে জমিদাতাদের সঙ্গে কথা বলেই পুনর্বাসনের প্যাকেজ তৈরি হয়েছে।  এটাই দেশের সেরা পুনর্বাসন প্রকল্প। জমিদাতারা পর্যাপ্ত ক্ষতিপূরণের পাশাপাশি সরকারি চাকরিও পাবেন। এ জন্য ৫ হাজারেরও বেশি পদ তৈরি করা হয়েছে। বললেন মুখ্যসচিব এইচকে দ্বিবেদী।   

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:২৩ key status

ভোটের অজুহাত দিয়ে সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখা চলবে না: মুখ্যমন্ত্রী

ভোটের অজুহাত দিয়ে সরকারি প্রকল্পের কাজ ফেলে রাখা চলবে না। কন্যাশ্রী প্রকল্পে কলকাতার পিছিয়ে থাকা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘অনেকেই খুব ভাল কাজ করছেন, কিন্তু কেউ কেউ কাজ করতে চান না। এ বার কাজ করা শিখে নিন।’’ তাঁর নির্দেশ, বিধবাভাতা, বার্ধক্যভাতা ও মানবিকভাতা যোগ্য লোকের হাতে যাচ্ছে কি না তা ভাল করে নজর করতে হবে। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৭

কাজের নিরিখে পিছিয়ে বীরভূম ও পূর্ব বর্ধমান

কাজের নিরিখে বীরভূম ও পূর্ব বর্ধমান কেন পিছিয়ে পড়ছে? প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisement
timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১২ key status

পঞ্চায়েত দফতরের কাজে আরও জোর দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১১ key status

প্রাইভেটের নাম করে ‘করে খাওয়া’ হচ্ছে, ওসব চলবে না: মুখ্যমন্ত্রী

প্রাইভেটের নাম করে ‘করে খাওয়া’ হচ্ছে। সীমান্তে ট্রাক টার্মিনাসে টাকার নয়ছয় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। ৭ ফেব্রুয়ারির মধ্যে সীমান্ত সংলগ্ন সমস্ত ট্রাক টার্মিনাস নিয়ে নেবে পরিবহণ দফতর। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ট্রাক টার্মিনাসে কেউ কেউ টাকা তুলছেন, এতে ব্যক্তির পকেট ভরলেও সরকারের কোষাগারের কোনও সুবিধা হচ্ছে না। তিনি বলেন, ‘‘এ সব আর চলবে না।’’

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০২ key status

দয়া করছে না, এটা ব্যাঙ্কগুলোকে বুঝতে হবে: মুখ্যমন্ত্রী

যে সব ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ড গ্রহণ করতে চাইছে না, তাদের বাদ দিয়ে সমবায় ব্যাঙ্ককে দায়িত্ব দিন। সরকার গ্যারান্টি দিচ্ছে, টাকা দিতেই হবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তাদের ডেকে কথা বলুন, নির্দেশ মুখ্যমন্ত্রীর।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৯ key status

করোনায় কমেছে রাজস্ব আদায়: মুখ্যমন্ত্রী

করোনায় রাজস্ব সংগ্রহ কমেছে অনেকটা। কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা ৯০ হাজার কোটিরও বেশি। এখনও সেই টাকা পাইনি। কোনও অপ্রয়োজনীয় বা বাজেট বহির্ভূত খরচ নয়। সরকারি অর্থ সঞ্চয় হয় সে দিকে খেয়াল রাখতে হবে। মুখ্যসচিব বা অর্থ দফতরের অনুমোদন ছাড়া নতুন প্রকল্প নয়। বললেন মুখ্যমন্ত্রী।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৬ key status

৭২ শতাংশ মানুষকে দ্বিতীয় টিকা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

রাজ্যে ৭২ শতাংশ মানুষকে করোনার দ্বিতীয় টিকা দিয়েছে রাজ্য। এ বার প্রয়োজনমতো বাড়িতে গিয়ে টিকাকরণ। মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের প্রবণতা বাড়ছে, এটা ভাল দিক। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫৪ key status

যুক্ত আরও ছ’টি নতুন দফতর, মোট ২৪টি দফতর থাকবে দুয়ারে সরকার শিবিরে: মুখ্যমন্ত্রী

দুয়ারে সরকারে যুক্ত হচ্ছে আরও ৬টি দফতর। আগে ছিল ১৮টি দফতর। এ বার থেকে ২৪টি দফতরের কাজের তথ্য তালাশ করা যাবে দুয়ারের সরকারের শিবির থেকেই। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫১ key status

নেতাজি ইন্ডোর থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৫০ key status

নিজের দফতরে কাজের খেয়াল আধিকারিকদের রাখতে হবে: মুখ্যমন্ত্রী

ওপর তলার আধিকারিকরা নীচের দিকে কাজ ঠেলে দেন এবং বলেন কাজ হয়ে গিয়েছে। এটা চরম অবহেলা। নিজের দফতরের কাজের দিকে সংশ্লিষ্ট আধিকারিকদের নজর দিতে হবে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘শুধু পয়সা দিলাম আর মেলা করলাম, এ ভাবে চলবে না। কাজ করতে হবে।’’

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৭ key status

বুধবার নেতাজি ইন্ডোরেই দলের চেয়ারপার্সন পদে পুনর্নির্বাচিত হন মমতা

বুধবার এই নেতাজি ইন্ডোরেই তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এক দিন পরেই সেই নেতাজি ইন্ডোরেই রাজ্যের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। সেখানে আধিকারিকদের কাছ থেকে সামগ্রিক ভাবে করোনা পরিস্থিতি থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের গতিপ্রকৃতি জানতে চাইবেন মুখ্যমন্ত্রী, বলে মনে করা হচ্ছে। 

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৫ key status

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম আধিকারিকদের সঙ্গে বৈঠকে মমতা

তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসে ফের জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করলেও, রাজ্যের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসার সুযোগ পাননি মমতা। তাই দীর্ঘ দিন পর মুখ্যমন্ত্রীর এমন উচ্চপর্যায়ের বৈঠক রাজ্য প্রশাসনের কর্তাদের কাছে গুরুত্ব পাচ্ছে।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১৫

করোনা পরিস্থিতিতে রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়নি

২০২১ সালের ২ মে রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় এসেও, কোভিড সংক্রমণের কারণে রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসতে পারেননি তিনি। ২০২০ সালে করোনা অতিমারির সূচনা হলে এই ধরনের বৈঠক বন্ধ করে দিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। সেই সময় থেকেই জেলা স্তরের ভার্চূয়াল বৈঠকই ছিল প্রশাসনের একমাত্র হাতিয়ার।

timer শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ১৩:১১ key status

নেতাজি ইন্ডোরে রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ দিন পর রাজ্যের সব স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE