Advertisement
০৬ মে ২০২৪
West Bengal News

ধামসা মাদলের সঙ্গে আদিবাসী পোশাকে নাচের তালে পা মেলালেন মমতা  

কিছু ক্ষণ নাচের পর থেমেছিলেন। কিন্তু অনুরোধ আসে, না থামার। সেই আর্জিও ফেরাননি মুখ্যমন্ত্রী।

আদিবাসীদের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী। ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

আদিবাসীদের সঙ্গে নাচছেন মুখ্যমন্ত্রী। ভিডিয়ো থেকে নেওয়া ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২০ ১৪:১২
Share: Save:

কখনও পাহাড়ে গিয়ে গোর্খা জনজাতির সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া, কিংবা বোলপুরে গিয়ে একতারা বাজানো। জঙ্গলমহলে গিয়ে আদিবাসীদের নানা অনুষ্ঠানে অংশ নিতেও দেখা গিয়েছে। কিন্তু এ বার কার্যত সে সব ছাপিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের প্রথাগত নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহের গাজোলে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে এ ভাবে কাছে পেয়ে আপ্লুত আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

বৃহস্পতিবার তফসিলি জাতি ও জনজাতিদের জন্য পেনশন, বার্ধক্য ভাতা, কৃষকদের বার্ধক্য পেনশনের মতো নানা কল্যাণমূলক প্রকল্পের সূচনার অনুষ্ঠান ছিল গাজোলে। ওই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের বহু মানুষ এসেছিলেন। তাঁদের প্রথাগত ধামসা মাদলের সঙ্গে নাচের আয়োজন করা হয়। সেই নাচেই যোগ দেন মুখ্যমন্ত্রী।

শুধু যোগ দেওয়াই নয়, মুখ্যমন্ত্রীকে দেখা গেল ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে হাত ধরাধরি করে নাচতে। নিজের শাড়ির উপরে জড়িয়ে নিয়েছিলেন আদিবাসী মহিলাদের মতো পোশাকও। নাচের মধ্যেই ওই পোশাক সামলাতে কিছুটা সমস্যা হচ্ছিল, তবে তাঁর হাত ধরে থাকা মহিলাই সেটা ঠিক করে দেন। কিছু ক্ষণ নাচের পর থেমেছিলেন। কিন্তু অনুরোধ আসে, না থামার। সেই আর্জিও ফেরাননি মুখ্যমন্ত্রী।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: এত সম্পত্তি! শহর কলকাতায় তৃণমূল কাউন্সিলরের নামে কাটমানি পোস্টার

আরও পড়ুন: ওরা আমার স্বামীকে মেরে ফেলল: নন্দিনী

জনসংযোগ বাড়াতে স্থানীয় কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে রাজনীতিবিদদের মিশে যাওয়ার চেষ্টা নতুন নয়। অনেক নেতানেত্রীকেই এমনটা করতে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বরং সে দিক থেকে অনেকটাই এগিয়ে। তিনি সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। নানা সময়ে সেটা দেখা গিয়েছে। কিন্তু এ ভাবে আদিবাসীদের সঙ্গে নাচের ছবি নজিরবিহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Benerjee Tribal Dance Gazole
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE