Advertisement
১৭ মে ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৪

কালীপুজো ও দীপাবলি। বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডস। মায়ানমারের ‘গৃহযুদ্ধ’। ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি।

An image of Kali Puja

রবিবার কালীপুজো। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ০৭:১৪
Share: Save:

কালীপুজো ও দীপাবলি

দীপাবলির রাতে আলোর উৎসবে মাতবে গোটা শহর। কলকাতার নানা প্রান্তে শুরু হয়েছে কালীপুজোর আয়োজন। তারাবাতি, রংমশালের মতো নানা বাজি নিয়ে ঝলমলে হবে রাত। আজ মুক্তি পাচ্ছে সলমন খানের নতুন ছবিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও রয়েছে কালীপুজো। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডস

আজ বিশ্বকাপে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ। মুখোমুখি ভারত ও নেদারল্যান্ডস। সেমিফাইনালের আগে এটাই রোহিত শর্মাদের সামনে প্রস্তুতির শেষ সুযোগ। বিশ্রাম দেওয়া হতে পারে অনেককেই। বেঙ্গালুরুতে এই ম্যাচ দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মায়ানমারের ‘গৃহযুদ্ধ’

বিদ্রোহী জোটের হামলায় চিন সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা মায়ানমারের সেনার হাতছাড়া হয়েছে। ‘তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ), ‘আরাকান আর্মি’ (এএ) এবং ‘মায়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি’ (এমএনডিএএ) জোট বেঁধে সে দেশের সামরিক জুন্টা পরিচালিত সরকারের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছে।

ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজ়াকে লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রেখেছে ইজ়রায়েল। শুক্রবার ইজ়রায়েলি বোমায় বিধ্বস্ত হয়েছে গাজ়ার আল-শিফা হাসপাতাল। এই হামলার পরে বিকল হয়ে গিয়েছে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। এই পরিস্থিতিতে ওই হাসপাতালে চিকিৎসাধীন ৪৫টি শিশু কার্যত মৃত্যুর মুখে বলে স্বশাসনিত প্যালেস্টাইনি কর্তৃপক্ষের স্বাস্থ্য দফতর জানিয়েছে। অন্য দিকে, গাজ়ায় সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। তবে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে, কিছু ক্ষণ যুদ্ধ থামাতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে যুদ্ধবিরতি হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE