Advertisement
১৮ মে ২০২৪
Rajiv Gandhi

কোভিড সহায়তায় রাজীব স্মরণ রাজ্যে

অতিমারির মধ্যে এ বার কোভিড যোদ্ধা হিসেবেই মানুষের পাশে দাঁড়িয়ে রাজীবের মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নিয়েছিল এআইসিসি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২১ ০৪:২১
Share: Save:

কোভিড পরিস্থিতিতে বিপন্ন মানুষের সহায়তায় ময়দানে নেমে রাজীব গাঁধীর ৩০তম মৃত্যুদিবস পালন করল কংগ্রেস। অতিমারির মধ্যে এ বার কোভিড যোদ্ধা হিসেবেই মানুষের পাশে দাঁড়িয়ে রাজীবের মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি নিয়েছিল এআইসিসি। সেই মোতাবেক শুক্রবার এ রাজ্যেও বিভিন্ন জেলা, ব্লক ও শহরে কংগ্রেসের নেতা-কর্মীরা মাস্ক, স্যানিটাইজ়ার বিতরণ, কোভিড রোগী ও তাঁদের পরিবারের জন্য খাবার, ওযুধ, রক্ত, অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করেছেন। অ্যাম্বুল্যান্স বা হাসপাতালে বেড খুঁজে ভর্তি করে দেওয়ার ক্ষেত্রে অন্যান্য দিনও সহায়তার কাজে নেমেছেন কংগ্রেস কর্মীরা। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে সে সব কাজই এ দিন করা হয়েছে আরও সার্বিক ভাবে। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনেও এ দিন স্বল্প লোক নিয়ে আয়োজন হয়েছিল রাজীব স্মরণের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress Rajiv Gandhi Coronavirus in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE