Advertisement
১৯ মে ২০২৪

রাস্তা সংস্কার নিয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ বাণীবনে

দীর্ঘ দশ বছরেরও বেশি রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের জন্য বার বার প্রশাসনের দ্বারস্থ হলেও লাভ হয়নি। উল্টে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। এমনকী ভোটের পর ভোট চলে গেলেও ভোট চাইতে আসা রাজনৈতিক নেতারা রাস্তা সংস্কারের দিকে আর নজর দেওয়ার সময় পাননি।

জোড়া পোল থেকে লায়েক পাড়া, রাস্তার এমনই অবস্থা। ছবি: সুব্রত জানা।

জোড়া পোল থেকে লায়েক পাড়া, রাস্তার এমনই অবস্থা। ছবি: সুব্রত জানা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০১৪ ০১:১৫
Share: Save:

দীর্ঘ দশ বছরেরও বেশি রাস্তার বেহাল অবস্থা। সংস্কারের জন্য বার বার প্রশাসনের দ্বারস্থ হলেও লাভ হয়নি। উল্টে ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। এমনকী ভোটের পর ভোট চলে গেলেও ভোট চাইতে আসা রাজনৈতিক নেতারা রাস্তা সংস্কারের দিকে আর নজর দেওয়ার সময় পাননি।

উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বাণীবন পঞ্চায়েতের জোড়া পোল থেকে লায়েক পাড়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বাম আমলে এই রাস্তা ইট থেকে পিচ রাস্তায় পরিণত হয়। ব্যস, তারপর অনেকগুলো বছর কেটে গেলেও রাস্তার আর কোনওরকম মেরামত হয়নি বলে জানালেন উলুবেড়িয়ার নুরল্য পাড়ার চুয়াত্তর বছরের শেখ সাজাহান মোল্লা। রাস্তার অবস্থা এতটাই খারাপ, কোনওসময় যে পিচ পড়েছিল তা বোঝার উপায় নেই। গোটা রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। জোড়া পোল থেকে লায়েক পাড়া, প্রায় ৪ কিলোমিটার এই রাস্তায় অন্তত ৪০-৫০ টা গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। যান বলতে অটো, ট্রেকার আর ‘ম্যাজিক’ গাড়ি। রাস্তার মধ্যে পড়ে বৃন্দাবনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পোস্ট অফিস, বাণীবন বাজার এবং পাঁচটি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি হাইস্কুল। তা ছাড়া উলুবেড়িয়া শহরে যেতে এই রাস্তাই ব্যবহার করতে হয়। ফলে এলাকার মানুষের কাছে এই রাস্তার গুরুত্ব যথেষ্ট। কিন্তু সংস্কার নিয়ে প্রশাসনিক উদাসীনতায় প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। পথচারি থেকে যানচালক প্রত্যেকে ভুগছেন। বাণীবন মোল্লাপাড়ার বাসিন্দা শেখ এনতাজুল রহমান বলেন, “দিন কয়েক আগে রাতে মোটর সাইকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে ফিরছিলাম। বৃন্দাবনপুর চোঙগোড়ার কাছে গর্তে মোটরবাইকের চাকা পড়ে গিয়ে উল্টে যাওয়ায় আমার ছেলের হাত ভেঙে যায়। এরকম দুর্ঘটনা এই রাস্তায় লেগেই রয়েছে। কিন্তু সব জেনেও প্রশাসন উদাসীন।”

রাস্তা সংস্কার না হওয়া নিয়ে বাণীবন পঞ্চায়েতের তৃণমূল প্রধান ববিতা মণ্ডল বলেন, “পঞ্চায়েতে আসার পরে আমরা ইতিমধ্যেই ওই রাস্তা নিয়ে আলোচনা করেছি। শীঘ্রই রাস্তা সারানোর কাজ শুরু হবে। পঞ্চায়েত সমিতির মাধ্যমে সাংসদ তহবিলের টাকায় রাস্তা ফের পিচের করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bad road condition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE