Advertisement
১৯ মে ২০২৪

চিকিৎসকদের সভা সরগরম

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নয়া স্বাস্থ্য বিলের প্রতিবাদে ডাকা আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সম্মেলন যে উত্তপ্ত হয়ে উঠবে, তার আঁচ মিলছিল গত ক’দিন ধরেই। শুক্রবার হলও তা-ই। সভায় উপস্থিত চিকিৎসকদের একটা বড় অংশই ছিলেন খুব উত্তেজিত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০২:৫৬
Share: Save:

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নয়া স্বাস্থ্য বিলের প্রতিবাদে ডাকা আইএমএ-র দক্ষিণ কলকাতা শাখার সম্মেলন যে উত্তপ্ত হয়ে উঠবে, তার আঁচ মিলছিল গত ক’দিন ধরেই। শুক্রবার হলও তা-ই। সভায় উপস্থিত চিকিৎসকদের একটা বড় অংশই ছিলেন খুব উত্তেজিত। কেউ আঙুল উঁচিয়ে বলেছেন, ‘‘সব আইসিইউ অ্যাডমিশন বন্ধ করে দেওয়া হোক!’’ কেউ বলেছেন, ‘‘আসুন আমরা একজোট হই। জরুরি রোগী এলেই সবাই বলব, ‘‘আমরা ভয় পেয়ে গিয়েছি ভাই! ক্ষমা করুন, চিকিৎসা দিতে পারব না!’’ আবার প্রেক্ষাগৃহের অন্য জায়গা থেকে প্রতিবাদ উঠেছে, ‘‘চিকিৎসা চালু রেখেই আইনি লড়াইয়ের পথে যেতে হবে।’’

এ দিন সব চিকিৎসক একটা কথা বলেছেন, ‘‘এই বিল শুধু চিকিৎসক পেশার নয়, চিকিৎসা পরিষেবারও ক্ষতি করবে— এটা বুঝেই এসেছি। আমাদের এক মাত্র লক্ষ্য, ওই বিল প্রত্যাহার করা হোক।’’ সব রোগীকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়ে এ দিন প্রশ্ন তোলা হয়, ‘‘নেতামন্ত্রীরা আত্মীয়কে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন, সরকারি ডাক্তারেরা বিকেলের পরে বেসরকারিতে খেপ খাটবেন। আর শাস্তির আওতায় আসবে শুধু বেসরকারিরা?’’

এই বিল আইনে পরিণত হওয়ার আগেই যে ভাবে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলি শাসক দলের নেতাদের লক্ষ্য হয়ে উঠেছে, সেই দিকেও দৃষ্টি আকর্ষণ করেন কেউ কেউ। দর্শকাসনে বসা কাউকে কা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Clinical Establishment Act Doctors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE