Advertisement
১০ জুন ২০২৪
প্রতিবাদী অধ্যক্ষ ঘেরাও

র‌্যাগিং রুখবোই, হুঙ্কার শিক্ষামন্ত্রীর

মঙ্গলবার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ ও জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। র‌্যাগিং রুখতে চাওয়ায় ওই পলিটেকনিক কলেজের অধ্যক্ষ অরূপকুমার মাঝিকে তৃতীয় বর্ষের পড়ুয়ারা বুধবার সারা দিন ঘেরাও করে রাখেন।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ০৪:১৫
Share: Save:

ভর্তির সময়ে হুঁশিয়ারি, প্রতিরোধ কমিটি গঠন সত্ত্বেও ফি-বছরই ভর্তির পরে পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিংয়ের অসুখ ছড়ায়। এ বারেও তার প্রকোপ শুরু হয়েছে। এতটাই যে, রাজ্য সরকার আবার জানাতে বাধ্য হল, র‌্যাগিং বরদাস্ত করা হবে না। র‌্যাগিং ঠেকাতেই হবে। এই বিষয়ে কলেজ-কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না-নিলে শিক্ষা দফতরই হস্তক্ষেপ করবে বলে বুধবার জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

মঙ্গলবার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ ও জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। র‌্যাগিং রুখতে চাওয়ায় ওই পলিটেকনিক কলেজের অধ্যক্ষ অরূপকুমার মাঝিকে তৃতীয় বর্ষের পড়ুয়ারা বুধবার সারা দিন ঘেরাও করে রাখেন।

পুলিশি সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে পলিটেকনিকের তৃতীয় বর্ষের কিছু ছাত্রছাত্রী দ্বিতীয় বর্ষের ঘরে ঢুকে পড়েন। তার পরেই দ্বিতীয় বর্ষের কিছু পড়ুয়া অধ্যক্ষের কাছে অভিযোগ জানান, র‌্যাগিং চলছে। অধ্যক্ষ দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সামনেই তৃতীয় বর্ষের পড়ুয়াদের কড়া ধমক দেন। বুধবার অধ্যক্ষকে ঘেরাও করেন কিছু পড়ুয়া। অধ্যক্ষের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কলেজের তরফে খবর দেওয়া হয় একবালপুর থানায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘‘র‌্যাগিংয়ের ঘটনা ঘটেছে। সেই বিষয়ে আপত্তি জানানোর পরে এক দল ছাত্র কলেজে এই কাণ্ড করেছে,’’ বলেন অধ্যক্ষ অরূপবাবু। গোলমাল যে হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন কলেজের ছাত্র সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনীত দেবনাথ। ‘‘বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের ক্ষোভ দীর্ঘদিনের। মঙ্গলবারের ঘটনা সেই ক্ষোভ বাড়িয়ে দিয়েছে,’’ বলেন ওই ছাত্রনেতা।

র‌্যাগিং নিয়ে গোলমাল চলছে অ্যান্ড্রুজ কলেজেও। সেখানকার পরিচালন সমিতির সদস্য বাপ্পাদিত্য দাশগুপ্তকে এ দিন ডেকে পাঠান শিক্ষামন্ত্রী। অভিযোগ, মঙ্গলবার ওই কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সদস্যেরা ইংরেজি প্রথম বর্ষের এক ছাত্রীকে জোর করে মদ্যপান করিয়েছেন। মদ না-খেলে মুখে অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ছাত্রীটি বিষয়টি ওই দিনই বাপ্পাদিত্যবাবুকে জানান। ছাত্রীটির অভিযোগ, কয়েক জন তাঁকে ফোনেও হুমকি দিচ্ছে।

শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘‘যাঁরা ছাত্রীটিকে ফোনে হুমকি দিচ্ছে, তাদের ব্যাপারে পুলিশকে জানিয়েছি। প্রশাসনিক স্তরে শাস্তির কথা বলেছি।’’ মন্ত্রী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। না-নিলে উচ্চশিক্ষা দফতর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

অ্যান্ড্রুজ কলেজের অধ্যক্ষ সোমনাথ মুখোপাধ্যায় এ দিন জানান, ভুক্তভোগী ছাত্রীর মা তাঁর কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। তবে তাতে কোনও পড়ুয়ার নাম উল্লেখ করা হয়নি। টিএমসিপি-র সভানেত্রী জয়া দত্ত এ দিন কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে ঘটনার যথাযথ তদন্তের দাবি করেছেন।

‘‘যদি সত্যিই টিএমসিপি-কর্মীরা এই ঘটনায় যুক্ত থাকে, তা হলে সংগঠনের তরফেও ব্যবস্থা নেওয়া হবে,’’ বলেন জয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE