Advertisement
০২ মে ২০২৪
Apollo Cancer Centres

ক্যানসার চিকিৎসায় নয়া সাফল্য দাবি অ্যাপোলোর, সফল ‘কার টি সেল’-এর পর দেশীয় থেরাপির ব্যবস্থা

‘কার টি সেল থেরাপি’ অ্যাফেরেসিস নামে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এক রোগীর টি-সেল নিষ্কাশন করে। টি-সেল হল এক ধরনের শ্বেত রক্তকণিকা। যা ক্যানসার সৃষ্টিকারী কোষগুলির বিরুদ্ধে লড়াই করে।

ক্যানসার চিকিৎসায় নবদিগন্ত অ্যাপোলো ক্যানসার সেন্টারে।

ক্যানসার চিকিৎসায় নবদিগন্ত অ্যাপোলো ক্যানসার সেন্টারে। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০০
Share: Save:

ভারতের প্রথম বেসরকারি হাসপাতাল হিসাবে ইতিমধ্যেই ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ‘কার টি সেল’ থেরাপি শুরু করেছিল অ্যাপোলো ক্যানসার সেন্টার। এ বার ভারতের তৈরি ‘কার টি সেল’ প্রকল্পও শুরু করে দিল তারা। যা ১৫ বছর বা তার বেশি বয়সের রোগীদের মধ্যে বি-সেল লিম্ফোমা এবং বি-অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চিকিৎসা করবে।

‘কার টি সেল থেরাপি’ অ্যাফেরেসিস নামে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একজন রোগীর টি-সেল নিষ্কাশন করে। টি-সেল হল এক ধরনের শ্বেত রক্তকণিকা। যা ক্যানসার সৃষ্টিকারী কোষগুলির বিরুদ্ধে লড়াই করে। অ্যাপোলো ক্যানসার সেন্টারের সিনিয়র চিকিৎসক অনুপম চক্রপানি বলেন, ‘‘কার-টি সেল থেরাপির মাধ্যমে সাফল্যের সঙ্গে বাণিজ্যিক ভাবে তিন জন রোগীর চিকিৎসা শেষ হয়েছে। এই কেসগুলি কঠিন শারীরিক পরিস্থিতির মধ্যে থাকা রোগীদের জন্য নতুন আশার আলো।’’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘বাইরে থেকে আমদানি করা ওষুধের সঙ্গেই আমরা এখন রোগীদের এ দেশে তৈরি থেরাপির মাধ্যমে চিকিৎসা করতে পারছি।’’

অ্যাপোলো ক্যানসার সেন্টারের আর এক সিনিয়র চিকিৎসক রজত ভট্টাচার্য বলেন, ‘‘কার টি সেল থেরাপির সফল বাস্তবায়ন ভারতের ক্যানসার চিকিৎসার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক স্বরূপ। এই পরিস্থিতির সঙ্গে যাঁরা লড়াই করছেন, তাঁদের মধ্যে নতুন জীবনের আশা এবং সম্ভাবনার সঞ্চার করবে এই থেরাপি। এটাই আমাদের সাফল্য।’’

অ্যাপোলো ক্যানসার সেন্টারের সিইও রানা দাশগুপ্ত বলেন, ‘‘অ্যাপোলো ক্যানসার সেন্টারগুলি ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় কৃতিত্ব অর্জন করতে সমর্থ হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer treatment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE