Advertisement
১৩ জুন ২০২৪
Forward Bloc in Manipur

মণিপুরের শিবিরে ফ ব-র প্রতিনিধিরা

শিবিরে থাকা মৈতি ও কুকি, দুই গোষ্ঠীর লোকজনের সঙ্গেই তাঁরা কথা বলেছেন। শিবিরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দিয়েছেন।

Party Flag of Forward Bloc

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৩ ০৬:৫৮
Share: Save:

সিপিএম এবং সিপিআইয়ের পরে এ বার মণিপুরে গিয়ে হিংসা-দুর্গত মানুষের সঙ্গে কথা বলল বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদল। ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তিন সদস্যের একটি দল মণিপুরে গিয়েছে। শিবিরে থাকা মৈতি ও কুকি, দুই গোষ্ঠীর লোকজনের সঙ্গেই তাঁরা কথা বলেছেন। শিবিরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন দিয়েছেন। ফ ব নেতারা গিয়েছিলেন মৈরাঙেও, যেখানে আজাদ হিন্দ বাহিনী নিয়ে পৌঁছেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। মৈরাঙে ফ ব-র স্থানীয় শাখা এখনও রয়েছে। ইম্ফলে ফিরে মঙ্গলবার নরেনবাবু বলেন, ‘‘শিবিরে অবর্ণনীয় পরিস্থিতিতে রয়েছেন মানুষ। মণিপুর রাজ্যের এবং কেন্দ্রের বিজেপি সরকারকে গোটা পরিস্থিতির দায় নিতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Forward Bloc Manipur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE