Advertisement
১৮ মে ২০২৪

বহিরাগত রুখতে কলেজে ইউনিফর্ম

গলায় পরিচয়পত্র ঝোলানো থেকে গেটে সিসিটিভি ক্যামেরা— এ সব আগেই হয়েছিল। কলেজে বহিরাগত ঠেকানোর নয়া দাওয়াই এ বার ইউনিফর্ম!

রূপশঙ্কর ভট্টাচার্য
গড়বেতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ০২:১৭
Share: Save:

গলায় পরিচয়পত্র ঝোলানো থেকে গেটে সিসিটিভি ক্যামেরা— এ সব আগেই হয়েছিল। কলেজে বহিরাগত ঠেকানোর নয়া দাওয়াই এ বার ইউনিফর্ম!

ছাত্রসংসদ ভোটের সময় গত কয়েক বছর যে ক্যাম্পাস সংঘর্ষে উত্তাল হয়েছিল, পশ্চিম মেদিনীপুরের সেই গড়বেতা কলেজেই জারি হয়েছে ইউনিফর্ম-নির্দেশ। ছেলেদের আকাশি শার্ট, কালো প্যান্ট আর মেয়েদের নীল-সাদা সালোয়ার-কামিজ। রীতিমতো নোটিস দিয়ে কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছেন— ইউনিফর্ম না পরে এলে কলেজে ঢুকতে দেওয়া হবে না। শনিবার থেকে নিয়ম চালুও হয়ে গিয়েছে। শুধু প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য পোশাক বিধি লাগু হবে ১৬ অগস্ট থেকে।

জানা গিয়েছে, কয়েক বছর আগেই গড়বেতা কলেজে ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত হয়েছিল। তবে তা এমন বাধ্যতামূলক করা হয়নি। এ বার কি বহিরাগত ঠেকাতেই ইউনিফর্ম বাধ্যতামূলক করা হচ্ছে? গড়বেতা কলেজের অধ্যক্ষ হরিপ্রসাদ সরকার বলেন, ‘‘নিয়মশৃঙ্খলা বজায় রাখাটাই আসল উদ্দেশ্য। উটকো লোক যাতে কলেজে ঢুকে পড়তে না পারে, সে জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই ইউনিফর্ম পরে আসতে হবে।’’ কিন্তু ইউনিফর্ম গায়ে তো বাইরের কেউও ঢুকতে পারে? অধ্যক্ষের জবাব, ‘‘শুধু তো ইউনিফর্ম দেখা হবে না। গেটে সচিত্র পরিচয়পত্র খুঁটিয়ে দেখেই কলেজে ঢোকার ছাড়পত্র মিলবে। এ ক্ষেত্রে আমরা সতর্ক থাকছি।’’

স্কুল পড়ুয়াদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক। সরকারি স্কুলে শিক্ষা দফতর থেকে পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া হয়। কিছু ক্ষেত্রে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ইউনিফর্ম রয়েছে। তবে স্নাতক স্তরের কলেজে ইউনিফর্ম কার্যত নজিরবিহীন। এতে নিয়মের গেরো অবশ্য নেই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী বলেন, ‘‘কলেজের গভর্নিং বডি অভ্যন্তরীণ ব্যাপারে নিজেরাই নিয়মকানুন ঠিক করে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিছু বলার থাকে না। ইউনিফর্মটাও কলেজের অভ্যন্তরীণ বিষয়। এতে কোনও সমস্যা নেই।’’

কর্তৃপক্ষের কড়াকড়িতে গড়বেতা কলেজের পড়ুয়াদের অনেকের অবশ্য মন ভার। কারণ, কলেজ মানে যে পড়াশোনা ছাড়াও অনেকটা স্বাধীনতা, নিজের মর্জিতে সাজগোজ! মৌসুমী ঘোষ, দীপক মণ্ডল, সৌম্য চক্রবর্তীদের কথায়, ‘‘স্কুলে তো বছরের পর বছর ইউনিফর্ম পরেই কাটিয়েছি। এ বার কলেজেও আর ইচ্ছেমতো সাজপোশাক করা যাবে না। খারাপ লাগছে। কিন্তু নিয়ম তো মানতেই হবে।’’

তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত কলেজের ছাত্র সংসদ অবশ্য এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভজিৎ বাগ বলেন, ‘‘কলেজের নিয়মশৃঙ্খলা আগে। তাই ইউনিফর্ম পরে আসার নির্দেশ যুক্তিযুক্ত।’’ হুমগড়ের বিভাস ঘোষ, গড়বেতার সুভাষ দাসের মতো বেশিরভাগ অভিভাবকেরও মত, ‘‘ইউনিফর্ম থাকলে বহিরাগতরাও ঢুকতে পারবে না। ছেলেমেয়েরা নিশ্চিন্তে পড়তে পারবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE