Advertisement
০২ মে ২০২৪
Strike

কার্শিয়াঙে শান্তি মিছিল তৃণমূলের, গাড়িধূরায় খুলল দোকানপাট

মিছিল শুরু হওয়ার পরেই এ দিন বিমল গুরুঙ্গদের বন্‌ধের ফতোয়া উপেক্ষা করে গাড়িধূরা এলাকায় দোকানপাট খোলা শুরু হয়ে যায়। বাজার মোড়ে বেশ কিছু ক্ষণ বক্তৃতা দেন গৌতম দেব। তিনি বলেন, ‘‘আমরা মানুষের সঙ্গে থেকে রাস্তায় নেমে ভরসা যোগাচ্ছি।’’

গাড়িধূরায় শান্তি মিছিল গৌতম দেবের। নিজস্ব চিত্র।

গাড়িধূরায় শান্তি মিছিল গৌতম দেবের। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৪:৫৫
Share: Save:

কোনও রকম দলীয় পতাকা ছাড়াই বুধবার কার্শিয়াং মহকুমার গাড়িধূরায় শান্তি মিছিল করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রীর সঙ্গে এ দিন মিছিলে পা মেলান স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, তৃণমূলের জেলা সভাপতি (পাহাড়) রাজেন মুখিয়া, মিলন গুপ্ত, প্রদীপ প্রধান প্রমূখ। গোটা গাড়িধূরা বাজার এলাকা জুড়ে ঘণ্টা দুয়েকের এই মিছিলে পা মিলিয়েছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন: বাইকে চেপেই ট্রেন ধরতে আসবেন গুরুঙ্গ?

মিছিল শুরু হওয়ার পরেই এ দিন বিমল গুরুঙ্গদের বন্‌ধের ফতোয়া উপেক্ষা করে গাড়িধূরা এলাকায় দোকানপাট খোলা শুরু হয়ে যায়। বাজার মোড়ে বেশ কিছু ক্ষণ বক্তৃতা দেন গৌতম দেব। তিনি বলেন, ‘‘আমরা মানুষের সঙ্গে থেকে রাস্তায় নেমে ভরসা যোগাচ্ছি। কারও কোনও আতঙ্ক, ভয়ভীতির কারণ নেই। পুলিশ প্রশাসন আছে।’’ এর পরে স্থানীয় নেতাদের নিয়ে সভাও করে তৃণমূল। সুকনার রোহিনী চা-বাগান এবং গাড়িধূরা এলাকার বেশ কিছু মোর্চা কর্মী এ দিন তৃণমূলে যোগ দেন। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক মোর্চা কর্মীর কথায়, ‘‘দীর্ঘ দিন ধরেই পাহাড়ে বন্‌ধ চলছে। মানুষ খেতে পাচ্ছে না। চা বাগানগুলো বন্ধ রয়েছে। পরিস্থিতি বদলাবে আশা রাখি। তাই মোর্চা থেকে তৃণমূলে যাচ্ছি।’’পাশাপাশি, তৃণমূলের তরফ থেকে এ দিন বেশ কিছু চা বাগান কর্মীদের পরিবার পিছু ১০ কেজি করে চাল এবং ৫ কেজি করে আটা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ভয় ভাঙাতে জোর প্রচার কার্শিয়াঙে, দোকান খুলল মিরিকে

চা-বাগান কর্মীদের মধ্যে চাল ও আটা বিলি করছেন মন্ত্রী। নিজস্ব চিত্র।

গত ১৫ জুন থেকে পাহাড়ে বন্‌ধ শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই তাতে সবচেয়ে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। পাহাড়বাসীদের অসন্তোষ সামালাতে এ দিন যেন শান্তির বার্তা দিলেন গৌতমবাবু। তিনি বলেন, ‘‘পানিহাটা, মিরিকে দোকানপাট খুলেছে। এ বার এখানেও খুলল। আমাদের আশা, পুজোর আগেই পাহাড় স্বাভাবিক হয়ে যাবে।’’ বন্‌ধের পর এই প্রথম রাজ্যের কোনও মন্ত্রীর নেতৃত্বে শান্তি মিছিল হল কার্শিয়াঙে। বন্‌ধের কারণে গাড়িধূরা এলাকায় দীর্ঘ দিন বন্ধ পড়ে থাকা তৃণমূলের একটি পার্টি অফিসও খোলা হয় এ দিন। সেখানে স্থানীয় মোর্চা নেতা কর্মীদের সঙ্গে বেশ কিছু ক্ষণ বৈঠক করেন তৃণমূল নেতারা।

গত সোমবারই মিরিক শহরে মিছিল করেছেন তৃণমূল নেতা কর্মীরা। রবিবার পানিঘাটায় মোমবাতি মিছিলও হয়েছে। মঙ্গলবার কার্শিয়াঙের গিদ্দে পাহাড় থেকে শান্তি মিছিল করেন মোর্চায় বিনয় তামাঙ্গপন্থী হিসেবে পরিচিত অনীত থাপা এবং তাঁর সমর্থকেরা। সেই মিছিলে একটা সময় বিমলপন্থীরাও মিলে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE