Advertisement
০৩ জুন ২০২৪

পিএফ ছাড়াও পেনশনের চিন্তা

এত দিন শুধু মাত্র প্রভিডেন্ট ফান্ডের আওতায় থাকা কর্মীরাই পিএফের পেনশন পেতেন। কিন্তু এ বার পিএফের আওতার বাইরে থাকা গ্রাহকদের জন্যও পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করেছেন প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ (ই পি এফ ও)। এই প্রস্তাবিত প্রকল্পটি বর্তমানে যে চালু প্রকল্প রয়েছে, তার থেকে আলাদা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৬ ০৪:০৩
Share: Save:

এত দিন শুধু মাত্র প্রভিডেন্ট ফান্ডের আওতায় থাকা কর্মীরাই পিএফের পেনশন পেতেন। কিন্তু এ বার পিএফের আওতার বাইরে থাকা গ্রাহকদের জন্যও পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করেছেন প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ (ই পি এফ ও)। এই প্রস্তাবিত প্রকল্পটি বর্তমানে যে চালু প্রকল্প রয়েছে, তার থেকে আলাদা।

পুরনো প্রকল্পের গ্রাহকরাও যদি চান, তা হলে তাঁরাও এই প্রস্তাবিত প্রকল্পে অংশ নিতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে অতিরিক্ত পেনশন পেতে বেতন থেকে বাড়তি টাকা কাটাতে হবে তাঁদের। দু’ক্ষেত্রে তহবিলের টাকা জোগাতে হবে সংশ্লিষ্ট গ্রাহককেই। নতুন তহবিল থেকে পাওয়া পেনশনের হার চালু প্রকল্পের থেকে আলাদা হতে পারে।

শুক্রবার কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স আয়োজিত পিএফ নিয়ে এক আলোচনাসভার শেষে এ কথা বলেছেন কেন্দ্রীয় পিএফ কমিশনার ভি পি জয়। তিনি বলেন, ‘‘জীবনবিমা নিগমের পেনশন প্রকল্পের ধাঁচেই নতুন প্রকল্প চালুর কথা এ বার ভাবা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের রূপরেখা কেন্দ্রের কাছে জমা দেওয়া হয়েছে।’’

প্রস্তাবিত প্রকল্পের বৈশিষ্ট্য—

• বর্তমানে সদস্যদের পেনশন খাতে নির্দিষ্ট অঙ্কের অর্থ পিএফে নিয়োগকারীর জমা দেওয়া টাকা থেকে কেটে রাখা হয়। প্রস্তাবিত প্রকল্পে কর্মীরা চাইলে ওই কেটে নেওয়া টাকার উপর নিজেরা অতিরিক্ত অর্থ জমা দিতে পারবেন। বাড়তি জমা টাকা দিয়ে যে তহবিল তৈরি হবে, তা থেকেই অতিরিক্ত পেনশন পাওয়া যাবে।

• যে সব কর্মী এখন পিএফের আওতায় নেই, তাঁরাও নতুন প্রকল্পে সামিল হতে পারেন।

• বর্তমান সদস্যরা যাঁরা এই প্রকল্পেও অংশ নেবেন, তাঁরা দু’টি পেনশন পাবেন— চালু পেনশন অ্যাকাউন্ট থেকে ও নতুন অ্যাকাউন্ট থেকে। যার হিসাব হবে আলাদা আলাদা নিয়মে।

• নতুন প্রকল্পের পেনশনের অঙ্ক জানা যাবে যোগ দেওয়ার সময়েই।

• মাসে লগ্নির অঙ্ক ও তার মেয়াদ স্থির করবেন গ্রাহক নিজেই।

• পিএফে যে সুদ মেলে, প্রস্তাবিত তহবিলের টাকায় ওই একই হারে সুদ পাওয়া যাবে।

জয়ের দাবি, তহবিলের টাকা লগ্নির সময়ে পিএফের নিয়মই মানা হবে। তবে সশ্লিষ্ট মহলের মতে, নতুন প্রকল্পের টাকা লগ্নির ক্ষেত্র হিসেবে গুরুত্ব পেতে পারে শেয়ার বাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

EPFO Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE