Advertisement
১৮ মে ২০২৪
-
Locket Chatterjee

লোকসভা ভোটের আগে বোমা মজুত হচ্ছে, নালিশ লকেটের

সন্ধায় হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া লক ফ্যাক্টরি রোডে দলীয় সভাতেও লকেট বলেন, ‘‘বাংলা সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে।’’

জাঙ্গিপাড়ার আঁটপুরে সভা মঞ্চে লকেট চট্টোপাধ্যায়।

জাঙ্গিপাড়ার আঁটপুরে সভা মঞ্চে লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৩ ০৬:২০
Share: Save:

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি তুলেছে বিজেপি। শাসকদলকে নিশানা করে রবিবার হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের আগে রাজ্যে বোমা মজুতকরা হচ্ছে।

এ দিন হুগলির জাঙ্গিপাড়ার আঁটপুর পঞ্চায়েতের বোমনগরে জনসভা করে বিজেপি। সেখানে হাজির ছিলেন লকেট। সভা শেষে দত্তপুকুর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লকেট বলেন, ‘‘বাংলাকে এক বাক্যে চিনতে পারবে বোমা বিস্ফোরণের কারণে। বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা। এটা নিত্য-নৈমিত্তিক ঘটনা। লোকসভা ভোটের আগে বোমা মজুত করা হচ্ছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনের আগে হয়েছিল।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

সন্ধায় হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া লক ফ্যাক্টরি রোডে দলীয় সভাতেও লকেট বলেন, ‘‘বাংলা সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হয়েছে।’’ দত্তপুকুরে বাজি কারখানার পিছনে কারা রয়েছে, এত বাজি কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল, এই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘‘সিআইডি তদন্তে আমাদের আস্থা নেই। এনআইএ তদন্ত হলেই সমস্ত কিছু প্রকাশ্যে আসবে।’’

লকেটের মন্তব্যের প্রেক্ষিতে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের তমালশোভন চন্দ্রের দাবি, ‘‘বোমার রাজনীতি তৃণমূল করে না। পঞ্চায়েতের মতো লোকসভা ভোটেও মানুষ তৃণমূলের পক্ষে রায় দেবে।’’

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

অন্য বিষয়গুলি:

BJP jangipara Lok Sabha Election 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE