Advertisement
০২ মে ২০২৪

তৃণমূলের বৈঠকে মারামারি, ধৃত ৪

পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ রূপায়ণে পক্ষপাতের অভিযোগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মতবিরোধ তো ছিলই। পঞ্চায়েত ভোটে প্রার্থীপদের দাবি নিয়ে সে বিবাদ সংঘর্ষের আকার নিল।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ০১:২৬
Share: Save:

পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ রূপায়ণে পক্ষপাতের অভিযোগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মতবিরোধ তো ছিলই। পঞ্চায়েত ভোটে প্রার্থীপদের দাবি নিয়ে সে বিবাদ সংঘর্ষের আকার নিল। সোমবার সন্ধ্যায় গোঘাটের নকুন্ডায় সংঘর্ষে জখম হন ৫ জন। ব্লক সভাপতির অভিযোগের ভিত্তিতে ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন গ্রামে বিজেপির দ্রুত উত্থান ঠেকাতে তৃণমূল বুথে বুথে বৈঠক শুরু করেছে। দলের সংগঠন মজবুত এবং পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্বভার দেওয়া নিয়ে সোমবার বিকাল ৫টায় নকুন্ডা গ্রামের তৃণমূল কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছিল। এ ছাড়া ৭ মে ভাবাদিঘিতে মুকুল রায়ের সম্ভাব্য সভায় লোক জমায়েত নিয়ে দলীয় কর্মী নেতাদের ওয়াকিবহাল করার বিষয় ছিল। সেই বৈঠক তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন ব্লক স্তরের দুই নেতা নারায়ণ পাঁজা ও প্রদীপ রায়। দুই নেতারই অভিযোগ, “কাজের পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ তোলা হচ্ছিল। আচমকাই ভোলানাথ মণ্ডলের এক অনুগামী প্রশান্ত মণ্ডল পঞ্চায়েতের সদস্য দিলীপ পালের চুলের মুঠি ধরে হেনস্থা করে।’’ এর পরেই দুই গোষ্ঠীর লোকজনেরা লাঠি, রড নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। জখম হন পাঁচ জন। তাঁদের কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

তৃণমূলের গোঘাট ১ ব্লক সভাপতি মনোরঞ্জন পাল বলেন, “শৃঙ্খলাভঙ্গ করার অভিযোগে দলের অঞ্চল নেতা ভোলানাথ মণ্ডল-সহ সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। জেলা সভাপতি তপন দাশগুপ্ত এবং বিধায়ক মানস মজুমদারের নির্দেশে তাঁদের দলের সমস্ত কাজকর্ম থেকেও অব্যাহতি দেওয়া হয়।” পরে ব্লক সভাপতির অভিযোগের ভিত্তিতে ভোলানাথ-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা হলেন বাবলু বাগ, গুণধর সিংহ ও লালচাঁদ বাগ।

সংঘর্ষের ঘটনায় দল এক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তৃণমূলের একাংশে ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্লক স্তরের এক নেতা বলেছেন, “কোন পক্ষই ধোয়া তুলসী পাতা নয়। দল এক পক্ষকে প্রশ্রয় দেওয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব জিইয়ে রাখা হল। এতে বিজেপির সুবিধা করে দেওয়া হল। পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী দিতে পারলে বিপদ আছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Internal Conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE