Advertisement
১৮ মে ২০২৪

আন্ডারপাসের দাবিতে অবরোধ মুম্বই রোডে

আন্ডারপাস তৈরির দাবিতে কিছুক্ষণের জন্য মুম্বই রোড অবরোধ করলেন বাগনানের কাপালি পাড়া এলাকার বাসিন্দারা। সোমবার কাপালি পাড়ার কাছে প্রায় ৪০ মিনিট অবরোধ হয়।

বাগনানে জাতীয় সড়ক অবরোধ জনতার। সোমবার নিজস্ব চিত্র।

বাগনানে জাতীয় সড়ক অবরোধ জনতার। সোমবার নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাগনান শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০১:০৩
Share: Save:

আন্ডারপাস তৈরির দাবিতে কিছুক্ষণের জন্য মুম্বই রোড অবরোধ করলেন বাগনানের কাপালি পাড়া এলাকার বাসিন্দারা। সোমবার কাপালি পাড়ার কাছে প্রায় ৪০ মিনিট অবরোধ হয়। অবরোধ করার পাশাপাশি এলাকাবাসী মুম্বই রোড সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন। পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে অবরোধের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।

প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে খবর, খড়গপুর থেকে ডানকুনি পর্যন্ত মুম্বই রোড সম্প্রসারণের কাজ চলছে। বাগনানের কপালিপাড়ার কাছে স্থানীয় বাসিন্দারা একটি আন্ডারপাসের দাবি জানিয়ে আসছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। কিন্তু সম্প্রতি তাঁরা জানতে পারেন, ওই এলাকায় আন্ডারপাস করার যে দাবি সেটা জাতীয় সড়ক কর্তৃপক্ষ খারিজ করে দিয়েছে। ফলে এলাকার লোকেরা ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করেছে। অন্য দিনের মতো এ দিনও নির্বিঘ্নে কাজ চলছিল। হঠাৎই এলাকার লোকেরা জড়ো হয়ে জেসিবি মেশিনের চালককে কাজ বন্ধ করতে বলেন। এরপর তাঁরা সেখানে কাজ বন্ধ মুম্বই রোড অবরোধ করেন।

অবরোধকারীদের দাবি, এই কাপালিপাড়া এলাকা গিয়ে দিয়ে গোপালপুর, খাদিনান, কাছারিপাড়া-সহ পাঁচটি গ্রামের লোক যাতায়াত করেন। কিন্তু এলাকাটি অত্যন্ত বিপজ্জনক। প্রায়ই দুর্ঘটনা ঘটে। মাস দু’য়েকের মধ্যে খান চারেক দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। তাই দীর্ঘদিন ধরে এলাকাবাসী একটি আন্ডারপাশের দাবি জানিয়ে আসছেন। এ ব্যাপারে জাতীয় সড়কের কলকাতা ডিভিশনের অধিকর্তা শিবকুমার কুশবাহা বলেন, ‘‘আমি বাইরে আছি। বিষয়টি নিয়ে খোঁজ নেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mumbai Road Underpass Road Blockade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE