Advertisement
০১ নভেম্বর ২০২৪

সন্তান না হওয়ায় বধূকে পুড়িয়ে মারার ‘চেষ্টা’

সন্তান না হওয়ার ‘অপরাধে’ এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানার বালিটিকুরির হালদারপাড়ায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০০:০০
Share: Save:

সন্তান না হওয়ার ‘অপরাধে’ এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার দাশনগর থানার বালিটিকুরির হালদারপাড়ায়। ওই গৃহবধূর নাম কল্পনা পোল্লে (৩০)। অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী সুমিত পোল্লে ও শাশুড়ি রেবা পোল্লেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনা পূর্বপাড়ার বাসিন্দা কল্পনার সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় সুমিতের। ওই দম্পতির কোনও সন্তান নেই। অভিযোগ, সে কারণে কল্পনার উপরে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী, শাশুড়ি ও জা। তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হত। এ দিন সেই নির্যাতন চরমে পৌঁছয়। মারধরের পাশাপাশি কল্পনার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই গৃহবধূর চিৎকারে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই সুমিত এবং রেবাকে ধরে দাশনগর থানায় খবর দেন। পুলিশ এসে কল্পনার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে। খবর পেয়ে ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন এসে তাঁকে নিয়ে যান।

অন্য বিষয়গুলি:

Burn Murder woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE