Advertisement
১৬ জুন ২০২৪
ATM

পুলিশি তৎপরতায় ভেস্তে গেল এটিএম লুটের চেষ্টা

তবে নতুন মেশিনটি ভাঙলেও তাতে টাকা না থাকায় কিছুই লুট করতে পারেনি। আসলে টাকা ছিল পুরানো মেশিনে।

এই এটিএম ভাঙা হয়। নিজস্ব চিত্র।

এই এটিএম ভাঙা হয়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০০:০৮
Share: Save:

গভীর রাতে চলছিল এটিএম ভেঙে টাকা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা। কিন্তু সেই সময় টহলরত পুলিশ কর্মীদের দেখে চম্পট দেয় দুষ্কৃতী দল। বেঁচে যায় চুঁচু্ড়ায় শরৎ শরণীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের টাকা।

শনিবার গভীর রাতে শরৎ শরণীতে এক আবাসনের নীচ তলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমটি ভাঙার চেষ্টা হয়। এটিএম কিয়স্কে পুরোনো মেশিনের পাশে আরও একটি নতুন মেশিন বসানো হয়েছে। প্রথমে সেই নতুন মেশিনটি ভাঙে চোরেরা। আর ঠিক সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের টহলদারি গাড়ি। পুলিশ আসছে বুঝতে পেরেই পালিয়ে যায় চোরের দল। তবে নতুন মেশিনটি ভাঙলেও তাতে টাকা না থাকায় কিছুই লুট করতে পারেনি। আসলে টাকা ছিল পুরানো মেশিনে।

চুঁচু্ড়া থানার পুলিশ ব্যাঙ্কের লোকজনকে নিয়ে গিয়ে মেশিনগুলি পরীক্ষা করে। নজরদারি ক্যমেরার ফুটেজ চেক করে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATM Hoogly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE