Advertisement
২৯ মে ২০২৪

‘বচসা’, ব্যবসায়ীকে কোপ টোটোচালকের

মাস ছয়েক আগে টোটো সারানোর জন্য চালককে এক হাজার টাকা ধার দিয়েছিলেন এক ব্যবসায়ী। বারবার চেয়েও টাকা ফেরত না পাওয়ায় শেষমেশ চেঁচামেচি করে তা আদায় করেছিলেন তিনি। অভিযোগ, সেই রাগে তাঁর মাথায় ও ঘাড়ে কাটারি দিয়ে কোপ মারল ওই চালক।

দিব্যেন্দু আচার্য

দিব্যেন্দু আচার্য

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০০:৪২
Share: Save:

মাস ছয়েক আগে টোটো সারানোর জন্য চালককে এক হাজার টাকা ধার দিয়েছিলেন এক ব্যবসায়ী। বারবার চেয়েও টাকা ফেরত না পাওয়ায় শেষমেশ চেঁচামেচি করে তা আদায় করেছিলেন তিনি। অভিযোগ, সেই রাগে তাঁর মাথায় ও ঘাড়ে কাটারি দিয়ে কোপ মারল ওই চালক।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দা ঘোষপাড়া বাজার এলাকায়। পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় দিব্যেন্দু আচার্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মাথা ও ঘাড়ে ১০টি সেলাই করতে হয়েছে। তবে অভিযুক্ত টোটোচালক বাপ্পা দাস ঘটনার পর থেকেই পলাতক। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে নিশ্চিন্দা থানার পুলিশ।

পুলিশ জানায়, নিশ্চিন্দা ঘোষপাড়ার বাসিন্দা, পেশায় পর্যটন সংস্থার ব্যবসায়ী দিব্যেন্দুবাবু সল্টলেকে অফিসে যাওয়ার জন্য বালি হল্ট থেকে ট্রেন বা বাস ধরেন। বাড়ি থেকে টোটোয় চেপে বাসস্টপ বা স্টেশনে যান। ছ’মাস আগে স্থানীয় যুবক বাপ্পার টোটোয় চেপেছিলেন দিব্যেন্দুবাবু। তিনি বলেন, ‘‘তখন টোটো সারানোর জন্য দু’-তিনশো টাকা ধার চেয়েছিলেন বাপ্পা। কিন্তু আমার কাছে খুচরো না থাকায় আমি ওঁকে এক হাজার টাকার নোট দিয়েছিলাম। বলেছিলাম পরে দিয়ে দিতে।’’ কিন্তু কোনও মতেই ওই টোটোচালক আর টাকা ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ। দিব্যেন্দুবাবু জানান, টাকা চাইলেই আজ, কাল বলে ঘোরাচ্ছিল ওই যুবক।

দিব্যেন্দুবাবু পুলিশকে জানান, বুধবার সন্ধ্যায় তিনি বালি হল্টে নেমে বাপ্পাকে দাঁড়িয়ে থাকতে দেখে টাকা ফেরত চান। কিন্তু ফের টাকা পরে দেব বলতেই তিনি রাগারাগি করেন। দু’জনের মধ্যে কথা কাটাকাটি ধাক্কাধাক্কিতে গড়ায়। সেই সময়ে বাপ্পার দাদা মাণিক দাস ঘটনাস্থলে চলে আসেন। তিনি এসে বাপ্পার থেকে এক হাজার টাকা নিয়ে দিব্যেন্দুবাবুকে ফেরত দেন।

এর পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ঘোষপাড়া বাজারে টোটো স্ট্যান্ডে পৌঁছতেই দিব্যেন্দুবাবুর পথ আটকায় বাপ্পা। অভিযোগ, সে ওই ব্যবসায়ীকে হুমকি দিয়ে বলে, ‘কাল কাজটা ভাল হয়নি’। দিব্যেন্দুবাবু বলেন, ‘‘আমি ওঁকে বলি, ‘এখন অফিসে যাচ্ছি। পরে কথা বলব।’ কথা শেষ হতেই ও ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেয়।’’

প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যেতেই দিব্যেন্দুর পিঠে কাটারি দিয়ে আঘাত করার পরেই তাঁর মাথার পিছনে ও ঘাড়ে কোপ মারে বাপ্পা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ী চিৎকার করে মাটিতে পড়ে যান। বাজারে আসা লোকজন হকচকিয়ে গিয়ে চেঁচামেচি করতেই চম্পট দেয় বাপ্পা। পুলিশকে স্থানীয়েরা জানিয়েছেন, এ দিন সকাল ৬টা থেকেই বাজারে ঘোরাঘুরি করছিল ঘোষপাড়া বিবেক পল্লির বাসিন্দা ওই টোটোচালক। তদন্তকারীদের মতে, দিব্যেন্দুবাবুকে মারার জন্যই সকাল থেকে অপেক্ষা করছিল বাপ্পা।

ঘটনার পরে স্থানীয়েরা ওই ব্যবসায়ীকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সকাল থেকেই বেপাত্তা ওই টোটোচালক। কাটারিটাও উদ্ধার হয়নি। পুলিশের এক কর্তা বলেন, ‘‘সব জায়গাতেই পুলিশ নজর রাখছে। তল্লাশিও চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toto-driver
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE