Advertisement
১৬ জুন ২০২৪

ফের আমতাকে মহকুমা করার দাবি

পৃথক আদালত রয়েছে। রয়েছে পৃথক গ্রন্থাগার, তথ্য ও সংস্কৃতি দফতর। তবুও আমতাকে আলাদা মহকুমা না করায় ক্ষোভ রয়েছে এখানকার মানুষের। হাওড়া জেলার দুটি মহকুমার একটি হাওড়া সদর অন্যটি উলুবেড়িয়া।

আমকা রেলস্টেশন।-নিজস্ব চিত্র।

আমকা রেলস্টেশন।-নিজস্ব চিত্র।

নুরুল আবসার
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০২:০৯
Share: Save:

পৃথক আদালত রয়েছে। রয়েছে পৃথক গ্রন্থাগার, তথ্য ও সংস্কৃতি দফতর।

তবুও আমতাকে আলাদা মহকুমা না করায় ক্ষোভ রয়েছে এখানকার মানুষের। হাওড়া জেলার দুটি মহকুমার একটি হাওড়া সদর অন্যটি উলুবেড়িয়া। সদরের অধীনে যেখানে পাঁচটি ব্লক—জগৎবল্লভপুর, পাঁচলা, সাঁকরাইল, ডোমজুড় এবং বালি-জগাছা। সেখানে উলুবেড়িয়া মহকুমায় রয়েছে ৯টি ব্লক— বাগনান ১ ও ২, উলুবেড়িয়া ১ ও ২, শ্যামপুর ১ ও ২, আমতা ১ ও ২ এবং উদয়নারায়ণপুর।

আমতা ১ ও ২ এবং উদয়নারায়ণপুর এই তিনটি ব্লকের মানুষকে প্রশাসনিক কাজের প্রয়োজনে ছুটতে হয় উলুবেড়িয়া শহরে। কারণ এখানেই রয়েছে মহকুমা প্রশাসনের বিভিন্ন দফতর। এলাকার মানুষ জানান, উদয়নারায়ণপুরের প্রত্যন্ত এলাকা থেকে উলুবেড়িয়া শহরে যাতায়াত করতে তাঁদের সারাদিন চলে যায়। তাঁদের বক্তব্য, আমতাকে পৃথক মহকুমা করা হলে আমতা ১ ও ২ এবং উদয়নারায়ণপুর এই তিনটি ব্লকের মানুষের হয়রানি কমবে।

বছর তিরিশ আগে একবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমতাকে মহকুমা করার প্রক্রিয়া শুরু হয়েছিল। তখনই এখানে মহকুমা তথ্য ও সংস্কৃতি অফিস গড়ে ওঠে। তারও আগে থেকে ছিল আদালত। আমতা থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে বাস যোগাযোগও রয়েছে। রয়েছে হাওড়া-আমতা রেলপথ। বাসিন্দাদের বক্তব্য, মহকুমা সদর হিসাবে আমতাকে গড়ে তোলা হলে পরিকাঠামোগত সুবিধা অনেকটা পাওয়া যাবে। আমতা সিটিজেন্স ফোরামের পক্ষে ফটিক চক্রবর্তী বলেন, ‘‘এতগুলি ব্লক নিয়ে উলুবেড়িয়ার মতো একটি মাত্র মহকুমার নজির খুব বেশি নেই। আমতাকে পৃথক মহকুমা করা হলে মুখ্যমন্ত্রী যেভাবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করছেন সেই উদ্দেশ্য সফল হবে।’’

দাবি অনেকদিনের হলেও আগের বামফ্রন্ট সরকার কিছু করেনি কেন? আমতার (বর্তমানে উলুবেড়িয়া উত্তর বিধানসভাকেন্দ্র) প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা প্রত্যুষ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা বিষয়টি নিয়ে অনেকদূর এগিয়েছিলাম। শুনেছি কিছু প্রশাসনিক জটিলতায় প্রস্তাবটি রূপায়ণ করা যায়নি।’’

জেলা প্রশাসন সূত্রে খবর, মহকুমা গঠন করতে হলে ন্যূনতম চারটি ব্লক থাকা প্রয়োজন। আমতা ১ ও ২ ব্লক এবং উদয়নারায়ণপুর এই তিনটি ব্লক থাকলেও আরও একটি ব্লকের প্রয়োজন। আমতার লাগোয়া দুটি ব্লক জগৎবল্লপুর এবং বাগনান ১। কিন্তু এই দুটি ব্লকের কোনওটিই আমতা মহকুমার সঙ্গে যেতে চাইছে না। এই জটিলতার কারণেই আমতাকে পৃথক মহকুমায় পরিণত করা যাচ্ছে না।

উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি বলেন, ‘‘আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি। আমতাকে পৃথক মহকুমা হিসেবে ঘোষণার দাবি ন্যায্য। বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে আনব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Announcement Amta Subdivision
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE