Advertisement
০১ জুন ২০২৪
Doctor

ধৃত চিকিৎসকের জামিনের দাবি

বিক্ষোভকারীদের দাবি, শ্রীকান্তবাবু তাঁদের অসুস্থ সন্তানদের চিকিৎসা করছিলেন। চিকিৎসায় দ্রুত সাড়াও মিলছিল। কিন্তু তিনি জেলবন্দি থাকায় অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০২:৫৮
Share: Save:

আরামবাগের সদ্যোজাত নিখোঁজ-কাণ্ডে ধৃত আট জনের মধ্যে শহরের এক নামী শিশু চিকিৎসকও রয়েছেন। জেল হেফাজতে থাকা শ্রীকান্ত পুস্তি নামের ওই চিকিৎসকের জামিনের দাবিতে সোমবার সকালে বিভিন্ন জায়গা থেকে শিশু কোলে নিয়ে আসা মায়েরা প্রথমে আরামবাগ আদালতের আদালতের ফটকে এবং পরে মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন।

বিক্ষোভকারীদের দাবি, শ্রীকান্তবাবু তাঁদের অসুস্থ সন্তানদের চিকিৎসা করছিলেন। চিকিৎসায় দ্রুত সাড়াও মিলছিল। কিন্তু তিনি জেলবন্দি থাকায় অসুস্থ শিশুদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিকিৎসকের মা অর্চনাদেবী। তিনিও বিক্ষোভে শামিল হন। তাঁর দাবি, “বিনা আপরাধে ছেলে জেল খাটছে। ছেলেকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।’’ অর্চনাদেবীরও ছেলের জামিনের দাবি তোলেন।

আদালতের ফটক থেকে কর্তব্যরত পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। মহিলারা এরপরে মহকুমাশাসকের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। মহকুমা প্রশাসন থেকে বিক্ষোভকারীদের বলা হয়, বিষয়টা বিচারাধীন। বিক্ষোভকারীরা চলে যান।

গত ১০ ডিসেম্বর ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। পরের দিন আদালত তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। গত অক্টোবর মাসের ১৬ তারিখে সদ্যোজাতের নিখোঁজের অভিযোগ তুলে আরামবাগ আদালতে তদন্তের দাবি জানিয়েছিলেন তার ঠাকুরদা, গোঘাটের চাঁদপুর গ্রামের সুভাষ লাহা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Doctor New born missing case Bail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE