Advertisement
১৭ মে ২০২৪

সরকারি কল নিজের বাড়িতে, অভিযুক্ত জেলা পরিষদ সদস্য

সর্ব সাধারণের ব্যবহারের জন্য সরকারি পানীয় কল নিজের বাড়িতেই বসানোর অভিযোগ উঠল তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যর বিরুদ্ধে। আরামবাগের তিরোল পঞ্চায়েতের মইগ্রামের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ২০ মার্চ ২০১৭ ০১:২৩
Share: Save:

সর্ব সাধারণের ব্যবহারের জন্য সরকারি পানীয় কল নিজের বাড়িতেই বসানোর অভিযোগ উঠল তৃণমূলের এক জেলা পরিষদ সদস্যর বিরুদ্ধে। আরামবাগের তিরোল পঞ্চায়েতের মইগ্রামের ঘটনা।

জেলা পরিষদের সদস্য ছন্দারানি বাগের বিরুদ্ধে এ হেন অভিযোগ ওঠায় স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ আরামবাগ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের দৃষ্টি আকর্ষন করেছে। জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান বলেন, “ব্যক্তিগত জায়গায় সরকারি কল বসানোর কোনও প্রশ্নই ওঠে না। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’ যদিও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন ছন্দারানি। তিনি বলেন, ‘‘পারিবারিক খরচেই বাড়ির কল বসানো হচ্ছে।’’ তাহলে মইগ্রামের জন্য প্রাপ্ত তহবিলের টাকায় পানীয় জলের কল কোথায়? তাঁর উত্তর, ‘‘সেটা পরে মইগ্রামের পরিবর্তে অন্য জায়গায় বসানো হবে।”

জেলা পরিষদ সূত্রে খবর, প্রতি জেলা পরিষদ সদস্য পিছু তাঁদের এলাকার সর্বসাধারণের ব্যবহারের জন্য তিনটি করে মার্ক-টু কল বসানোর অনুমোদন মেলে। কলপিছু বরাদ্দ প্রায় ৮৪ হাজার টাকা। তিরোল পঞ্চায়েত এলাকার জন্য কলের অনুমোদন হয় মইগ্রাম, কড়ুই এবং তিরোল গ্রামে। মাস কয়েক আগে সর্বত্র পানীয় জলের কল হয়ে গেলেও মইগ্রামে তা না দেখতে পেয়ে স্থানীয় মানুষের ক্ষোভ ছিল। দিন কয়েক আগে ছন্দারানির বাড়িতেই ওই কল বসতে দেখে সংশ্লিষ্ট সংসদের পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান মিতা বাগ বিষয়টি পঞ্চায়েত প্রধান কাজী নিজামিদ্দিন এবং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তীর নজরে আনেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zilla parishad member Water Tap
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE