Advertisement
০২ জুন ২০২৪

অনলাইনে জুড়ছে হুগলি জেলা প্রশাসন

হুগলি জেলা ইতিমধ্যে ‘ই-জেলা’ পরিষেবার অন্তর্ভুক্ত। এ বার শুরু হল সমস্ত দফতরের রেকর্ড ডিজিটালাইজেশন করার কাজকর্ম।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০১:৩৭
Share: Save:

হুগলি জেলা ইতিমধ্যে ‘ই-জেলা’ পরিষেবার অন্তর্ভুক্ত। এ বার শুরু হল সমস্ত দফতরের রেকর্ড ডিজিটালাইজেশন করার কাজকর্ম। বিভিন্ন দফতরের যাবতীয় রেকর্ড অনলাইনে জুড়ছে জেলা প্রশাসন। ইতিমধ্যে ভূমি ও ভূমি রাজস্ব দফতর-সহ বেশ কিছু দফতরের ১৭,৪৮৬০৭টি তথ্য ডিজিটালাইজ করা হয়ে গিয়েছে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের ১০০০০ ম্যাপ ডিজিটালাইজ করার প্রক্রিয়া চলছে। হুগলির অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘কিছুটা বিশৃঙ্খল অবস্থায় থাকা রেকর্ড ডিজিটালাইজড করায় যাবতীয় তথ্য পাওয়া যেমন সহজ হবে, তেমনি বিভিন্ন ক্ষেত্রে আর্থিক ব্যয় কমে যাবে। ‘ই-জেলা’ পরিষেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন দফতরের রেকর্ড ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে।’’

হুগলি জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় ই-গভর্ন্যান্স পরিকল্পনার উদ্দেশ্য কম্পিউটার ব্যবস্থা করে জেলা স্তরের বিভিন্ন দফতরের কর্মদক্ষতা এবং স্বচ্ছতা বাড়ানো। একটি সক্রিয় পরিবেশ তৈরি করে দক্ষতার সঙ্গে পরিষেবা প্রদান করা। নাগরিকদের সুসংহত এবং অবাধ পরিষেবা দেওয়ার পাশাপাশি সরকার ও উপভোক্তার সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যপূরণ করা। এই জেলায় কাজটি শুরু হয়েছে ২০১৫ সালের জানুয়ারির গোড়া থেকে। জেলার অর্থ, শ্রম, পরিবহণ, খাদ্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ভূমি ও ভূমি সংস্কার, বন, পর্যটন, যুব কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, গৃহ ইত্যাদি বিভিন্ন দফতরের মোট ৩২টি পরিষেবাকে ‘ই-জেলা’ প্রকল্পের আওতায় আনা হয়। সেই পরিষেবা প্রদানও শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hooghly Online digitalised
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE