Advertisement
০৬ মে ২০২৪
Keshav Prasad Maurya

‘রামরাজ্য’ তৈরির আশ্বাস বিজেপির

এ দিন বিকালে আরামবাগের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন কেশবপ্রসাদ।

কেশবপ্রসাদ মৌর্য। নিজস্ব চিত্র।

কেশবপ্রসাদ মৌর্য। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আরামবাগ শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ০৩:৪০
Share: Save:

ভোটে জিতলে শুধু সুশাসন নয়, রাজ্যবাসীকে রামরাজ্য উপহার দেবে বিজেপি। শনিবার আরামবাগে দলের গৃহ-সম্পর্ক অভিযানে এসে এ কথা শোনালেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।

এ দিন বিকালে আরামবাগের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন কেশবপ্রসাদ। তাঁর দাবি, ‘‘মানুষের যা সমর্থন দেখছি, মানুষ যে ভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে আমরা দুশোর বেশি আসন পাব। মানুষের জন্য সু-সময় নিয়ে আসব। পশ্চিমবঙ্গে আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করব। মানুষের কর্মসংস্থান হবে।” বিকালে আরামবাগের গৌরহাটির হাজরাপাড়ায় ‘গৃহসম্পর্ক’ কর্মসূচিতেও যোগ দেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক মেরুকরণের অভিযোগ তুলছে তৃণমূল এবং বাম-কংগ্রেস শিবির। এ প্রসঙ্গে কেশবপ্রসাদের প্রতিক্রিয়া, “আমাদের সরকার সকলের জন্য কাজ করে। মানুষের মধ্যে বিভেদ করে না।” তার পরেই উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে বলেন, “উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে। ওখানে কোনও বিভেদ নেই। সার্বিক অগ্রগতি হচ্ছে।’’ তাঁর অভিযোগ, ‘‘পশ্চিমবঙ্গে ছেয়ে গিয়েছে অরাজকতা, ভ্রষ্টাচার ও গুন্ডাগিরি। সধারণ মানুষকে ভয় দেখিয়ে এবং বুথ দখল করে তৃণমূল সরকার এখানে ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে। অনেক মানুষ তৃণমূলের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। কিন্তু যখন ভোট হবে, তখন ইভিএম মেশিন পদ্মফুলে ভরে যাবে। এখানে সবাই চান সরকার পরিবর্তন হোক।” সাংবাদিক বৈঠক শেষে গৌরহাটি গ্রামে ‘গৃহ-সম্পর্ক অভিযানে’ যোগ দেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। তার আগে গৌরহাটি রামকৃষ্ণ মঠ ও মিশন ঘুরে দেখেন তিনি। ফেরার আগে বলে যান, “বিজেপি’র ঝড় চলছে। মমতা দিদি হারছেন।” কেশবপ্রসাদের কথায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। এক জেলা তৃণমূল নেতার কথায়, ‘‘শীতকালে অনেকেই এ রাজ্যে পর্যটনে আসেন। উনিও এসেছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জেনে রাখা উচিত, এ রাজ্যে হাথরসের মতো ঘটনা ঘটে না। তাই বিজেপির নেতারা কী বললেন, তাতে আরামবাগের মানুষের কিছু যায় আসে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Keshav Prasad Maurya BJP Arambag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE