Advertisement
০১ জুন ২০২৪

প্রাক্তন স্বামীকে পুড়িয়ে মারার অভিযোগ, ভাঙচুর প্রতিবেশীদের

প্রতিবেশীদের অভিযোগ, তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং শাশুড়ি তাঁর গায়ে আগুন লাগিয়েছিলেন।

ইনসেটে সঞ্জয় সাউ। নিজস্ব চিত্র।

ইনসেটে সঞ্জয় সাউ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ডানকুনি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৯:০৩
Share: Save:

ডানকুনি পুরসভার ১৭ নং ওয়ার্ডের পঞ্চাননতলার বাসিন্দা সঞ্জয় সাউ। গত ৬ ডিসেম্বর বাড়িতেই অগ্নিদগ্ধ হন তিনি। পরিবারের লোক এবং প্রতিবেশীদের অভিযোগ, তাঁর প্রথম পক্ষের স্ত্রী এবং শাশুড়ি তাঁর গায়ে আগুন লাগিয়েছিলেন। সোমবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সঞ্জয়ের। এর পরই উত্তেজিত এলাকাবাসী সঞ্জয়ের প্রথম পক্ষের স্ত্রী এবং শাশুড়ির বাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ডানকুনি থানার পুলিশ।

জানা গিয়েছে, বছর দশেক আগে সঞ্জয় সাউ-এর সঙ্গে বিয়ে হয়েছিল সুবর্ণা সরকারের। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। ৪ বছর আগে সুবর্ণা সঞ্জয়কে ছেড়ে চলে যান। সুব্রত চৌধুরী নামে একজনকে বিয়ে করেন। তার পর দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন সঞ্জয়ও। সুবর্ণার মায়ের বাড়ির পাশেই থাকতে শুরু করেন সঞ্জয়। প্রতিবেশীদের অভিযোগ, সঞ্জয়ের সম্পত্তি নিজের নামে করে নেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী। এই নিয়ে অশান্তি হত রোজ। সঞ্জয় ও তাঁর বর্তমান স্ত্রীকে মারধর করতেন বলেও জানিয়েছেন তাঁরা।

৬ ডিসেম্বর তাঁদের মধ্যে ঝগড়া চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশী সাধন দাস। সে দিন সুবর্ণা ও তাঁর মা শ্যামলী সরকার ঘরে আটকে রেখে সঞ্জয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক সুবর্ণা, তাঁর মা ও বর্তমান স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dankuni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE