চিত্র প্রদর্শনীতে সত্যজিৎ। ছবি: দীপঙ্কর দে।
রবীন্দ্রনাথের অন্তিম যাত্রার ছবি থেকে সত্যজিতের নানা বিরল মুহূর্তের কোলাজ। আবার সলিল চৌধুরীর সঙ্গে লতা মঙ্গেশকরের রেকর্ডিংয়ের ছবি। মনে রাখার মতো এমন বহু ছবি দেখা যাবে বৈদ্যবাটি মেলায় চিত্র প্রদর্শনীতে। বৈদ্যবাটী স্টেশন লাগোয়া বান্ধব সমিতির মাঠে চলছে বৈদ্যবাটী উৎসব ও মেলা। কনকনে শীতের সন্ধ্যায় মেলায় পিঠে, পায়েস, গরম গরম জিলিপির সঙ্গে স্বাদ নেওয়া যাবে ছবির মাধ্যমে নানা ঐতিহাসিক মুহূর্তের। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক, আবৃত্তি, সমবেত গানের সঙ্গে শোনা যাবে শাস্ত্রীয় সঙ্গীত।
মেলা কমিটির তরফে নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘মহাশ্বেতা দেবীর স্মরণে মেলায় মঞ্চের পাশাপাশি এবার ক্যালেন্ডার করছি আমরা। রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এবং সলিল চৌধুরী স্মরণে প্রদর্শনীতে এমন কিছু ছবি রাখা হয়েছে যা এই প্রজন্মের ছেলেমেয়েদের টানবে।’’ আগামীকাল শেষ হচ্ছে উৎসব ও মেলা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy