Advertisement
১৮ মে ২০২৪

গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূল প্রধানকে ‘হেনস্থা’

পান্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর এ বার বলাগড়েও দলীয় কোন্দল তুঙ্গে। আর তার জেরেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল দলীয় সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড় বিধানসভার চন্দ্রহাটি ১ পঞ্চায়েতে।

নিজস্ব সংবাদদাতা
বলাগড় শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৭:৫৫
Share: Save:

পান্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর এ বার বলাগড়েও দলীয় কোন্দল তুঙ্গে। আর তার জেরেই তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ উঠল দলীয় সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বলাগড় বিধানসভার চন্দ্রহাটি ১ পঞ্চায়েতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বলাগড়ের অঞ্চল যুবনেতা লালু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেশকিছু তৃণমূল সমর্থক সোমবার দুপুর ১২টা নাগাদ পঞ্চায়েত দফতরে হামলা চালায় বলে অভিযোগ। এলাকার রাস্তা পরিষ্কার, জঞ্জাল সাফাই ইত্যাদি দাবি জানিয়ে পঞ্চায়েত প্রধান দেবিকা চক্রবর্তীর কাছে গিয়ে তাঁর কাজের হিসাব জানতে চায়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাঁর উপর চড়াও হয়ে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। হামলাকারীরা দফতরের অন্য মহিলা তৃণমূল সদস্যদেরও হেনস্থা করে বলে অভিযোগ প্রধানের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে।

প্রধান দেবিকা চক্রবর্তী যুবনেতা লালু বন্দ্যোপাধ্যায় ও অশোক খাঁ সহ ৮ জন দলীয় সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। প্রধানের অভিযোগ, কিছুদিন আগেও একই ভাবে হামলা চালানো হয়েছিল পঞ্চায়েত দফতরে। বার বার হামলা চালিয়ে পঞ্চায়েতের উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে। ঘটনার প্রেক্ষিতে প্রধান পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘‘দলের একটি গোষ্ঠী পঞ্চায়েতের উন্নয়নের কাজে বাধা দিতেই এই ধরনের হামলা চালিয়েছে। পঞ্চায়েতে দুর্নীতি বন্ধ করার চেষ্টার জন্যই আমাকে এ ভাবে হেনস্থা করা হচ্ছে। জেলা ও রাজ্য নেতৃত্বকে বিস্তারিত সব জানিয়েছি। এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে পদত্যাগ করতে বাধ্য হব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC pradhan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE