Advertisement
২৬ মে ২০২৪
District News

এ বার মগরায় ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল, মাঝরাত বলে রক্ষা

ফের ভেঙে পড়ল এক নির্মীয়মাণ উড়ালপুল। শনিবার গভীর রাতে হুগলির মগরায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এটি একটি নির্মীয়মাণ উড়ালপুল। বেশি রাতের দিকে হঠাত্ই উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে যায়।

নির্মীয়মাণ উড়ালপুলের ভেঙে পড়া অংশ। নিজস্ব চিত্র।

নির্মীয়মাণ উড়ালপুলের ভেঙে পড়া অংশ। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ১২:২৬
Share: Save:

ফের ভেঙে পড়ল এক নির্মীয়মাণ উড়ালপুল। শনিবার গভীর রাতে হুগলির মগরায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, এটি একটি নির্মীয়মাণ উড়ালপুল। বেশি রাতের দিকে হঠাত্ই উড়ালপুলের একাংশ ভেঙে পড়ে যায়। ওই সময় যানবাহন কম চলাচল করায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচা গিয়েছে। যানজট এড়ানোর জন্য এই উড়ালপুল তৈরির কাজ চলছিল।

মগরার জিটি রোডের উপর এই উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা ফের স্মৃতি উস্কে দিল কলকাতার গণেশ টকিজ মোড়ে নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনা। গত ৩১ মার্চ দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উড়ালপুলের একাংশ। তার নীচে চাপা পড়ে বহু মানুষের মৃত্যু হয়। তবে মগরার উড়ালপুলটি যখন ভেঙে পড়ে সেই সময় কোনও মানুষ বা যানবাহন ছিল না। তাই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পওয়া গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন দিনের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটলে প্রচুর ক্ষয়ক্ষতি হত।

ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন। কী কারণে ভেঙে পড়ল উড়ালপুলের গার্ডারটি, কোথায় ত্রুটি ছিল তা-ও দেখা হচ্ছে।

আরও খবর...

১৪টি বালির লরি আটক, ধৃত ১৩

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flyover collapsed Magra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE