Advertisement
১৭ মে ২০২৪

মণ্ডপে নারীশক্তির বার্তা

মাহেশে জগন্নাথঘাট লেনের (লক্ষ্মীঘাট) পুজোর আঙ্গিকে নারীশক্তিকে সম্মান জানানো হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, খবরের কাগজ খুললেই মেয়েদের উপর অত্যাচারের ঘটনা চোখে পড়ে। কোথাও অ্যাসিড হামলা, কোথাও বা বধূকে পুড়িয়ে মারার ঘটনা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ছবিতে নারীকে চাবুক মারা এবং নারীর মুখে তালা মারার ছবি দেখা যাবে তাঁদের পুজো মণ্ডপে।

সাজ: লক্ষ্মীঘাট সর্বজনীনের মণ্ডপ সেজেছে এমনই ছবিতে।নিজস্ব চিত্র

সাজ: লক্ষ্মীঘাট সর্বজনীনের মণ্ডপ সেজেছে এমনই ছবিতে।নিজস্ব চিত্র

প্রকাশ পাল
শ্রীরামপুর শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৫০
Share: Save:

নারীদের দুর্দশার কথা বলার হাতিয়ার দুর্গাপুজোর মণ্ডপ। নারীশক্তিকেই থিম হিসেবে তুলে ধরা হয়েছে হুগলির শ্রীরামপুরের দু’টি পুজোয়।

মাহেশে জগন্নাথঘাট লেনের (লক্ষ্মীঘাট) পুজোর আঙ্গিকে নারীশক্তিকে সম্মান জানানো হয়েছে। উদ্যোক্তাদের বক্তব্য, খবরের কাগজ খুললেই মেয়েদের উপর অত্যাচারের ঘটনা চোখে পড়ে। কোথাও অ্যাসিড হামলা, কোথাও বা বধূকে পুড়িয়ে মারার ঘটনা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ছবিতে নারীকে চাবুক মারা এবং নারীর মুখে তালা মারার ছবি দেখা যাবে তাঁদের পুজো মণ্ডপে।

তবে এখানেই শেষ করতে চান না পুজোকর্তারা। তাঁদের থিমের নাম বাহুবলী ৩। ওই পুজো কমিটির কর্তা দিব্যেন্দু বালিয়াল বলেন, ‘‘শুধু পূরানের দুর্গাই নন, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের মতো মহিয়সী মহিলারাও নিজের সুরক্ষা নিজেই করেছিলেন। আমরা বলতে চেয়েছি, এ যুগেও নিজেদের শক্তির উপরেই ভরসা রাখুক মহিলারা।’’

শ্রীরামপুরের রাইল্যান্ড ১৯ এর পল্লি দক্ষিণ উন্নয়ন সমিতির পুজো মণ্ডপেও মেয়েদের সুরক্ষার পক্ষে সওয়াল করা হয়েছে। মণ্ডপে ছোট ছোট এ‌লইডি স্ক্রিনে সন্তান জন্মের ‘অপরাধে’ বধূর উপর অত্যাচার, কন্যাভ্রুণ হত্যা, বধূহত্যার মতো বিষয় ফুটিয়ে তোলা হবে। এই পুজো উদ্যোক্তাদের বক্তব্য, মানুষকে সচেতন করতেই এই ভাবনা। এখানেও নারীশিক্ষার প্রসার, কন্যাশ্রী মতো বিষয়কেও তুলে ধরা হবে। পুজো কমিটির কর্তা অন্বয় চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমাদের বাড়ির আশপাশেও মেয়েদের উপর অত্যাচারের ঘটনা, কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার ঘটনা আকছার শোনা যায়। এ নিয়েই মানুষকে সচেতন‌ করতে চেয়েছি আমরা।’’ এই পুজো মণ্ডপের সামনে থাকছে প্লাস্টার অব প্যারিস দিয়ে তৈরি মাদার টেরিজা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE