Advertisement
১৯ মে ২০২৪

ফের চুঁচুড়ায় প্রকাশ্যে খুন যুবক

ফের হুগলির জেলা সদর চুঁচুড়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রকাশ্যে খুন হলেন এক যুবক। সোমবার রাতে সুজনবাগান এলাকার এই ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। পুলিশ সূত্রের খবর, নিহতের নাম বিষ্ণু মজুমদার (৩০)। বাড়ি চুঁচুড়ার দেশবন্ধু পল্লিতে। রাত ৮টা নাগাদ সুজনবাগান এলাকায় তাঁকে পেয়ে কয়েকটি মোটরবাইকে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি চালিয়ে পালায়। বাসিন্দারা তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করার সময়ে তিনি মারা যান।

নিজস্ব সংবাদদাতা
চুঁচুড়া শেষ আপডেট: ২৪ জুন ২০১৪ ০৪:৪২
Share: Save:

ফের হুগলির জেলা সদর চুঁচুড়ায় দুষ্কৃতীদের গুলিতে প্রকাশ্যে খুন হলেন এক যুবক। সোমবার রাতে সুজনবাগান এলাকার এই ঘটনায় ফের শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

পুলিশ সূত্রের খবর, নিহতের নাম বিষ্ণু মজুমদার (৩০)। বাড়ি চুঁচুড়ার দেশবন্ধু পল্লিতে। রাত ৮টা নাগাদ সুজনবাগান এলাকায় তাঁকে পেয়ে কয়েকটি মোটরবাইকে আসা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি চালিয়ে পালায়। বাসিন্দারা তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচার করে গুলি বের করার সময়ে তিনি মারা যান।

তবে, কারা কেন ওই যুবককে খুন করল তা নিয়ে পুলিশ অন্ধকারে। নিহতের পরিবারের লোকজনও এ নিয়ে কিছু বলতে পারছেন না। ঘটনাস্থলে তদন্তে যান ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল-সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। জেলা পুলিশের এক কর্তা বলেন, “দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চলছে। পুলিশ সব দিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে।”

এর আগে, গত ১৬ এপ্রিল রবীন্দ্রনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে দু’দল দুষ্কৃতীর মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক যুবকের। জখম হন এক জন। সে দিনের ঘটনা এখনও শহরের অনেকের মনেই টাটকা রয়েছে। তার মধ্যে ফের একটি খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। জেলা সদরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য লাগামছাড়া ভাবে বাড়ছে বলেও অনেকে মনে করছেন।

এ দিন নিহত বিষ্ণু ঢালাই-মিস্ত্রির কাজ করতেন। তাঁর দাদা বিমল বলেন, “ভাই আমার সঙ্গেই কাজ করত। এ দিন কাজে যায়নি। সন্ধ্যায় আমি কাজ থেকে ফিরে শুনছি এই ঘটনা। কারা কেন ওকে মারল বুঝতে পারছি না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chuchura mudder bishnu majumdar southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE