Advertisement
১৬ মে ২০২৪

ভর্তি নিয়ে দাবি না মানায় শিক্ষককে নিগ্রহ

মেধাতালিকা নয়, অনার্সে পড়ুয়া ভর্তিতে অগ্রাধিকার দিতে হবে তাদের পছন্দকেকলেজের টিচার ইন-চার্জ এমন দাবি না মানায় এ বার তাঁকে নিগ্রহে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। বুধবার হুগলির গোঘাটের অঘোরকামিনী মহাবিদ্যালয়ে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ দেখাতে গিয়ে টিএমসিপি-র ছেলেরা হুমকি এবং অশালীন ভাষা প্রয়োগ করেছে বলেও ক্ষোভ কলেজের শিক্ষকদের। বিক্ষোভ-অশান্তির জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কলেজ কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হন। পুলিশ বিক্ষোভকারীদের নিরস্ত করে পরিস্থিতি সামাল দেয়।

টিচার ইন-চার্জ স্বরূপ গঙ্গোপাধ্যায়।—নিজস্ব চিত্র

টিচার ইন-চার্জ স্বরূপ গঙ্গোপাধ্যায়।—নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৪ ০২:৫৮
Share: Save:

মেধাতালিকা নয়, অনার্সে পড়ুয়া ভর্তিতে অগ্রাধিকার দিতে হবে তাদের পছন্দকেকলেজের টিচার ইন-চার্জ এমন দাবি না মানায় এ বার তাঁকে নিগ্রহে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)।

বুধবার হুগলির গোঘাটের অঘোরকামিনী মহাবিদ্যালয়ে নিজেদের দাবি আদায়ে বিক্ষোভ দেখাতে গিয়ে টিএমসিপি-র ছেলেরা হুমকি এবং অশালীন ভাষা প্রয়োগ করেছে বলেও ক্ষোভ কলেজের শিক্ষকদের। বিক্ষোভ-অশান্তির জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কলেজ কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হন। পুলিশ বিক্ষোভকারীদের নিরস্ত করে পরিস্থিতি সামাল দেয়।

কলেজে-কলেজে ছাত্র ভর্তি নিয়ে শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপি-র বিরুদ্ধে ইতিমধ্যেই নানা ধরনের অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। প্রশ্ন উঠেছে, অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু থাকলে গা-জোয়ারি করার সুযোগ আদৌ থাকত কি? এই পরিস্থিতিতে টিএমসিপি-র বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠা যে স্বস্তিকর নয়, সেই ইঙ্গিত স্পষ্ট শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে। তাঁর বক্তব্য, “টিচার-ইন-চার্জ মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে এক দম ঠিক কাজ করেছেন। কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের কাছে এ ব্যাপারে অভিযোগ জানালে, নিশ্চয় ব্যবস্থা নেওয়া হবে।”

গোঘাটের বেঙ্গাই এলাকার ওই কলেজে ১০ জুন থেকে ফর্ম দেওয়া এবং ভর্তি নেওয়া শুরু হয়েছে। কলেজ সূত্রের দাবি, গত কয়েক দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে টিএমসিপি (কলেজের ছাত্র সংসদ তাদেরই দখলে) দাবি করছিল, কলেজের ঠিক করা নম্বর থেকে কম পেলেও স্থানীয় বাসিন্দা ছেলেমেয়েদের অনার্স দিতে হবে। কারা অনার্স পাবে তা ঠিক করবে ছাত্র সংসদ। টিচার-ইন-চার্জ স্বরূপ গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “ওদের মর্জিতে অনার্সে ছাত্র ভর্তি নিতে রাজি না হওয়াতেই এ দিন টিএমসিপি-র ছেলেরা অশান্তি করেছে। শুধু আজ বলে নয়, প্রায় প্রতিদিনই অশান্তি করছে ওরা।”

স্বরূপবাবুর দাবি, এ দিন অশান্তি ‘মাত্রা ছাড়ায়’। তাঁর হাত ধরে টানাটানি করা হয়। চেয়ার ছাড়তে হুমকি দেওয়া হয়। বিক্ষোভকারীদের সঙ্গে জুটে ঝামেলা পাকায় কিছু বহিরাগত। কলেজ কর্তৃপক্ষ বাধ্য হন পুলিশে খবর দিতে। তবে কলেজের ছাত্র সংসদের টিএমসিপি-র সাধারণ সম্পাদক চিন্টু রায়ের দাবি, “বিক্ষোভ দেখানো বা গালাগাল দেওয়া হয়নি। কম নম্বর পাওয়া স্থানীয় ছেলেমেয়েরা অনার্সে ভর্তি হওয়ার আবদার নিয়ে গিয়েছিল টিচার-ইন-চার্জের কাছে। তিনি তা মানেননি।”

ঘটনার পরেই কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা আব্দুস সুকুর বলেন, “টিএমসিপি-র এমন আচরণ মানা যাবে না। স্থানীয় ভাবে তাদের বোঝানো হচ্ছে। প্রয়োজনে দলের শীর্ষস্তরে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”

টিএমসিপি-র জেলা সভাপতি শুভজিৎ সাউ বলেন, “মেধার ভিত্তিতেই কলেজে ছেলেমেয়েরা ভর্তি হবে। তবে, কেউ যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হন, সেটা আমরা দেখছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE