Advertisement
১৩ জুন ২০২৪

রাস্তার জন্য জমি দখলে অভিযুক্ত দুই তৃণমূল নেতা

একশো দিনের কাজ প্রকল্পে একটি রাস্তা নির্মাণের জন্য এক গ্রামবাসীর বাড়ি লাগোয়া জমি দখল করা এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গোঘাট-১ ব্লকের বালি পঞ্চায়েতের পেঁচাড়া গ্রামের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৪ ০১:৫৪
Share: Save:

একশো দিনের কাজ প্রকল্পে একটি রাস্তা নির্মাণের জন্য এক গ্রামবাসীর বাড়ি লাগোয়া জমি দখল করা এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গোঘাট-১ ব্লকের বালি পঞ্চায়েতের পেঁচাড়া গ্রামের দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। কিঙ্কর পাত্র নামে ওই গ্রামবাসী সনাতন পাত্র এবং বিশ্বনাথ পাত্র নামে ওই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্লক অফিস এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ উড়িয়ে দিয়েছেন দুই তৃণমূল নেতাই। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের পাত্রপাড়ায় অন্তত ৪০টি পরিবার বাস করে। গ্রামের অন্যান্য পাড়ার সঙ্গে সংযোগকারী রাস্তা ছিল না। সম্প্রতি ১০০ দিনের কাজ প্রকল্পে সেই রাস্তার কাজই শুরু হয়। কিঙ্করবাবুর অভিযোগ, “রাস্তার জন্য চার ফুট জায়গা ছেড়েছি। কিন্তু দুই তৃণমূল নেতা আমার ভিটে লাগোয়া আরও চার ফুট জমি দখলের জন্য মাটি ফেলিয়েছেন। প্রতিবাদ করায় ওঁরা হুমকি দেন। তাই গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি।”

অভিযুক্তদের পক্ষে সনাতনবাবুর দাবি, “গ্রামবাসীরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, রাস্তাটি আট ফুট চওড়া হবে। তাই মাটি ফেলে রাস্তা নির্মাণ হচ্ছে। সেই বৈঠকে ডাকা সত্ত্বেও কিঙ্করবাবু আসেননি। এখন রাস্তা নির্মাণে বাধা দিচ্ছেন। তাঁকে কেউ ঘরছাড়া করেননি। অশান্তি করে নিজেই পালিয়ে বেড়াচ্ছেন।”

বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। রাস্তাটি কতটা চওড়া হবে, সে ব্যাপারে গ্রামবাসীদের প্রস্তাব খতিয়ে দেখার পরে নির্মাণ সহায়কই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE