Advertisement
১৮ মে ২০২৪
State news

কষ্টে রয়েছি, ৩টি নার্ভ নষ্ট হয়ে গিয়েছে: তাপস

১৩ মাস পর জামিন পেয়েছেন রোজভ্যালি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত  তৃণমূল সাংসদ তাপস পাল। আজই ভুবনেশ্বর থেকে তিনি কলকাতায় ফিরছেন। শনিবার রাত থেকে ওড়িশায় এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। সেখান থেকেই কলকাতায় উদ্দেশে রওনা দেন। তার আগে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা দিলেন তাপস পাল।

তাপস পাল। —ফাইল চিত্র।

তাপস পাল। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৬
Share: Save:

১৩ মাস পর জামিন পেয়েছেন রোজভ্যালি সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল সাংসদ তাপস পাল। আজই ভুবনেশ্বর থেকে তিনি কলকাতায় ফিরছেন। শনিবার রাত থেকে ওডিশায় এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। সেখান থেকেই কলকাতায় উদ্দেশে রওনা দেন। তার আগে সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা দিলেন তাপস পাল। কী বললেন তিনি?

কেমন আছেন?

১৩ মাস ধরে আমাকে আটকে রাখা হয়েছে। ভীষণ কষ্টে রয়েছি। ৩টি নার্ভ নষ্ট হয়ে গিয়েছে। কোমরে ব্যথা। ঠিক করে দাঁড়াতে পারছি না। সবাইকে নমস্কার। আন্তরিক শুভেচ্ছা।

এত দিন পর বাড়ি ফিরবেন। কেমন লাগছে?

আমার কাছের মানুষদের কাছে ফিরে যাচ্ছি। এটা ভাবলেই আনন্দ হচ্ছে। এ বছর যেন ভাল কাটে। সারা জীবন যেন সব মানুষের ভাল কাটে। আমার মতো এ ভাবে যেন কাউকে না কাটাতে হয়। কোনও দিন কোনও ভুল কাজ করিনি। একটা ভুল কথা বলেছিলাম শুধু।

কী সেই ভুল কথা?

২০১৪ সাল থেকেই আমার শরীর খুব খারাপ। এটা বলেছিলাম। এর জন্য সারা দেশের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চাইছি। এত দিন একা ছিলাম। মনে হত কী করেছি আমি? কোনও অপ্রীতিকর কথা বলিনি। ওই একটাই ভুল কথা বলেছিলাম শুধুমাত্র। তাই ক্ষমা চাইছি। বিচার ব্যবস্থাকে আমি শ্রদ্ধা করি।

আরও পড়ুন: ‘ছেলেটা সত্যিই আর ফিরবে না!’

এই সময়ে কাকে কাকে পাশে পেয়েছেন?

সবাই পাশে ছিলেন। দিদিকে শ্রদ্ধা করি। সেই দিদি আমার পাশে রয়েছেন, থাকবেন।

এর পর কি রাজনীতি না অভিনয়ে ফিরতে চান?

সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি অভিনয়ে ফিরতে চাই।

এখন কেমন অনুভব করছেন?

আতঙ্কে রয়েছি। ভয়ে রয়েছি। সব সময় ভয় হয়, সিবিআই হয়ত আমাকে ফলো (অনুসরণ) করছে।

(এই সাক্ষাৎকারের যে ফুটেজ ক্যামেরার ধরা পড়েছে তাতে তাপস পালকে ভীষণই অসুস্থ এবং অসহায় লেগেছে। সাক্ষাৎকারের সময় ঠিক মতো কথাও বলতে পারছিলেন না। কথার মাঝেই আবেগে বার বার দু’হাত দিয়ে চোখের জল মুছছিলেন। পরে অবশ্য দেখা যায়, তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন। বেলা ১টা নাগাদ ওডিশায় বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে নিজেই হেঁটে গাড়িতে ওঠেন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষণ কথাও বলেন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tapas Paul TMC তাপস পাল
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE