Advertisement
০৬ মে ২০২৪
IPL

Gambling: আইপিএল ম্যাচের আগে গ্রেফতার ১৩ জুয়াড়ি

পুলিশ সূত্রের খবর, ১৩ জন মিলে বাংলো ভাড়া নিলেও তারা তেমন বাইরে বেরোত না। দিনের বেশির ভাগ সময়ে তারা ঘরে থাকায় রিসর্টের কর্মীদের সন্দেহ হয়।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মে ২০২২ ০৬:৪১
Share: Save:

কলকাতায় আইপিএলের ম্যাচের দিন সাতেক আগে ক্রিকেট-জুয়ার একটি চক্রকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। রাজারহাটের একটি নির্জন এলাকায় রিসর্ট চত্বরে বাংলো ভাড়া নিয়ে চলছিল বেটিং ও জুয়া। সোমবার রাতে রাজারহাট থানার পুলিশ সেখানে হানা দিয়ে ১৩ জনকে ধরে। ধৃতেরা হাওড়া ও বিহারের বাসিন্দা।

অভিযোগ, কয়েক দিন ধরে সেখানে আস্তানা গেড়ে বেটিং-চক্র চালাচ্ছিল তারা। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২৮টি মোবাইল, কিছু ল্যাপটপ ও ক্যালকুলেটর।

তদন্তকারীরা জানান, ওই রিসর্ট চত্বরে সংশ্লিষ্ট সংস্থার নিজেদের ও ব্যক্তিগত বাংলো রয়েছে, যা ভাড়া দেওয়া হয়। এমনই একটি ব্যক্তিগত বাংলো এক মাসের জন্য ভাড়া নিয়ে চলছিল বেটিং। ধৃতদের গতিবিধি নিয়ে রিসর্টের কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশকে জানান। পুলিশ দু’দিন ধরে নজরদারি চালানোর পরে সোমবার হানা দেয়। ধৃতদের এ দিন বারাসত আদালতে হাজির করা হলে তিন দিনের পুলিশি হেফাজত হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে পাঁচ জন চক্রের মাথা। জানা গিয়েছে, বাংলোটি ৩৫ হাজার টাকায় ভাড়া নেওয়া হয়েছিল। সেটির মালিকের সঙ্গে কথা বলবে পুলিশ। উল্লেখ্য, আগামী ২৪ তারিখ ইডেনে আইপিএলের ম্যাচ রয়েছে।

পুলিশ সূত্রের খবর, ১৩ জন মিলে বাংলো ভাড়া নিলেও তারা তেমন বাইরে বেরোত না। দিনের বেশির ভাগ সময়ে তারা ঘরে থাকায় রিসর্টের কর্মীদের সন্দেহ হয়। কিন্তু বাংলোটি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় কেউ ভাড়াটেদের পরিচয় জানতে পারছিলেন না। তদন্তকারীরা জানান, অভিযুক্তদের বয়স ২০ থেকে ৩৭-এর মধ্যে। কত দিন ধরে এই চক্র চলছে, বেটিং বা জুয়ার কোনও আন্তর্জাতিক চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগাযোগ আছে কি না— পাঁচ চাঁইকে হেফাজতে নিয়ে সে সব জানার চেষ্টা করা হবে বলে পুলিশ সূত্রের খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL gambling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE