মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ চালু হলেও আদতে তা দমাতে পারেনি বেপরোয়া চালকদের। বৃহস্পতিবার সন্ধ্যায় রাসবিহারী অ্যাভিনিউয়ে হেলমেটহীন এক বাইক চালককে রুখতে গিয়ে আবার প্রহৃত হলেন কর্তব্যরত হোমগার্ড। গ্রেফতার হয়েছেন দুই অভিযুক্ত। তাঁদের নাম সিদ্ধার্থ সিংহ ও রাজা চৌধুরী। এই নিয়ে গত কয়েক মাসে সাধারণ মানুষের হাতে বেশ কয়েকটি পুলিশ নিগ্রহের ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, প্রহৃত ওই হোমগার্ডের নাম দীনবন্ধু মণ্ডল। বৃহস্পতিবার ট্র্যাঙ্গুলার পার্কের কাছে তিনি দেখেন, একটি মোটরবাইক পণ্ডিতিয়া রোড ধরে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে আসছে। চালক বা আরোহী, কারওরই হেলমেট ছিল না। তা দেখে বাইকটি আটকান দীনবন্ধুবাবু। শুরু হয় বচসা। পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থ ও রাজা দাবি করতে থাকেন তাঁরা এলাকারই বাসিন্দা। সুতরাং তাঁদের আটকানো চলবে না। তাঁরা বাইক নিয়ে চলে যেতে তত্পর হলে সেটির নম্বর নোট করতে থাকেন দীনবন্ধুবাবু।
পুলিশ জানিয়েছে, তা দেখেই সিদ্ধার্থ ও রাজা চড়াও হন দীনবন্ধুবাবুর উপরে। তাঁকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি দেখে ঘটনাস্থলে উপস্থিত হন ট্রাফিক সার্জেন্ট। এর পরেই গ্রেফতার করা হয় ওই দুই যুবককে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy