Advertisement
০৫ মে ২০২৪

অভিযুক্ত আরও ৫ সংস্থা

কারিগরি সহায়তা দেওয়ার নাম করে জার্মানির অসংখ্য বাসিন্দাকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ০১:৫০
Share: Save:

কারিগরি সহায়তা দেওয়ার নাম করে জার্মানির অসংখ্য বাসিন্দাকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল সল্টলেকের এক তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে। তার তদন্তে বুধবার জার্মানির স্যাক্সোনি প্রদেশের পুলিশের চার জনের একটি দল এ দেশে এসে সিআইডি এবং বিধাননগর পুলিশের সাহায্যে সল্টলেকের পাঁচ নম্বর সেক্টরে একটি বিপিও সংস্থার অফিসে তল্লাশি চালান। জার্মানির পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশের গ্রাহকদের প্রতারণার অভিযোগে শুক্রবার পাঁচ নম্বর সেক্টরের আরও পাঁচটি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসে তল্লাশি চালালেন সিআইডি-র গোয়েন্দারা। বৃহস্পতিবার রাতে ওই সংস্থাগুলির বিরুদ্ধে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল।

সিআইডি সূত্রে খবর, সল্টলেকের কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থার তরফে জার্মানি ও ইউরোপের কিছু দেশের গ্রাহকদের একটি কম্পিউটার সংস্থার নামে ফোন করে অনলাইনে কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রচুর টাকাও নেওয়া হয় সেই সব গ্রাহকদের থেকে। কিন্তু অভিযোগ, কারিগরি সহায়তা দেওয়া হয়নি। পুলিশ সূত্রে খবর, প্রতারণার মামলার তদন্তে বিধাননগরে আসা জার্মান দলের এক প্রতিনিধি ওই অভিযোগ সম্পর্কে শুক্রবার আদালতে জবানবন্দি দেন। সিআইডি সূত্রে খবর, জার্মানির পুলিশের প্রতিনিধিরা জানান, ২০১২ থেকে এ পর্যন্ত ৯৭টি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। সেই সময় থেকেই জার্মান পুলিশের স্যাক্সোনি প্রদেশের সাইবার শাখা তদন্ত শুরু করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

organisation charged IT organisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE