Advertisement
০২ জুন ২০২৪

দু’টি বাসের রেষারেষি, উল্টোডাঙায় বাসের চাকায় পিষ্ট মহিলা

সকালবেলা বাড়ি থেকে কাজে বেরিয়ে ছিলেন। কিন্তু, বাড়ি আর ফেরা হল না তাঁর। উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে দু’টি বাসের রেষারেষির শিকার হয়ে আরজি কর হাসপাতালের ঠান্ডা ঘরে ঠাঁই হল ৩৫-এর মহিলা দীপিকা পোদ্দারের।

 দীপিকা পোদ্দার। ছবি: সৌভিক দে

দীপিকা পোদ্দার। ছবি: সৌভিক দে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ১৯:২৫
Share: Save:

সকালবেলা বাড়ি থেকে কাজে বেরিয়ে ছিলেন। কিন্তু, বাড়ি আর ফেরা হল না তাঁর। উল্টোডাঙার হাডকো মোড়ের কাছে দু’টি বাসের রেষারেষির শিকার হয়ে আরজি কর হাসপাতালের ঠান্ডা ঘরে ঠাঁই হল ৩৫-এর মহিলা দীপিকা পোদ্দারের।

পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ হাডকো মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন ট্যাংরার বাসিন্দা দীপিকাদেবী। ২১৭ নম্বর রুটের বাস আসতেই তিনি তাতে উঠতে যান। ঠিক তখনই পিছনে এসে যায় ২০১ নম্বর রুটের একটি বাস। সেই বাসের সঙ্গে টক্কর দিতে গিয়ে হঠাৎই গতি বাড়িয়ে দেয় ২১৭ নম্বর রুটের বাস চালক। এই সময় দীপিকাদেবী বাস থেকে পড়ে গেলে বাসের পিছনের চাকা পিষে দেয় তাঁকে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ঘাতক গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। ঘণ্টাখানেক বন্ধ থাকার পর এলাকায় স্বাভাবিক হয় যান চলাচল।

আরও পড়ুন: অস্ত্রোপচারে যোনি থেকে মিলল বল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ultadanga Kolkata Bus Accident Woman Died
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE