Advertisement
১১ নভেম্বর ২০২৪
Adhir Chowdhuri

সৌমিত্রের স্মৃতিতে সংগ্রহশালা তৈরি করুক রাজ্য, দাবি অধীরের

রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অধীর। তাঁর মতে, সৌমিত্রের প্রাপ্য সম্মান রাজ্য সরকার তাঁকে দেয়নি। তৃণমূল যদিও তার পাল্টায় প্রশ্ন তুলেছে, অধীরের দল কংগ্রেস সৌমিত্রকে কতটা সম্মান দিয়েছে?

সৌমিত্রর বাড়িতে অধীর। নিজস্ব চিত্র।

সৌমিত্রর বাড়িতে অধীর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১৭:৪১
Share: Save:

সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বুধবার সকালে তিনি সৌমিত্রর গল্ফগ্রিনের বাড়িতে যান। শিল্পীর স্মৃতির উদ্দেশে সম্মান জানানোর পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অধীর। রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, সৌমিত্রর স্মৃতির উদ্দেশে একটি সংগ্রহশালা নির্মাণ করা হোক। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ারের নামকরণ যাতে হয়, সে ব্যাপারে তিনি নিজে ভারত সরকারের কাছে আবেদন করবেন বলেও জানিয়েছেন অধীর।

একইসঙ্গে এ দিন রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অধীর। তাঁর মতে, সৌমিত্রের প্রাপ্য সম্মান রাজ্য সরকার তাঁকে দেয়নি। তৃণমূল যদিও তার পাল্টায় প্রশ্ন তুলেছে, অধীরের দল কংগ্রেস সৌমিত্রকে কতটা সম্মান দিয়েছে?

অধীর এ দিন সৌমিত্রর বাড়ি থেকে বেরিয়ে জানান, এই বাড়িতে আসা তাঁর কাছে তীর্থ দর্শনের মতো। রাজ্য সরকার এমন এক জন অভিনেতাকে তেমন ভাবে সম্মান জানানোর প্রয়োজন বোধ করেনি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে অনেক রাজনীতি, নাটক হয়ে গেল। অথচ তাঁকে আগে যে সব পদে বসানো হয়েছিল, ২০১১ সালে এই সরকার ক্ষমতায় আসার পর তাঁর কাছ থেকে একে একে কেড়ে নেওয়া হয়।’’ তিনি আরও অভিযোগ করেন, ‘‘২০২০ সাল পর্যন্ত অনেক ছোট-বড় শিল্পীকে সম্মান জানানো হয়েছে। কিন্তু সৌমিত্রর মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক জন অভিনেতাকে সে ভাবে সম্মান জানানোর প্রয়োজন বোধ করেনি এই সরকার।”

তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় যদিও এ প্রসঙ্গে পাল্টা আক্রমণ করেছেন অধীরকে। তাঁর কথায়, ‘‘রাজনৈতিক বা অরাজনৈতিক, যে কোনও বিষয় নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করার এই প্রবণতাটা আর মানুষ ভাল ভাবে নিচ্ছেন না। কোনও বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সেটা তিক্ত হয়ে যায়। অধীর চৌধুরী সেই পথেই হাঁটছেন। মানুষ এর পরে ওঁর কথাকে আর গুরুত্ব দেবে না।’’

আরও পড়ুন: বগি থেকে ছিটকে গেল মালগাড়ির ইঞ্জিন, ধাক্কা মারল বাড়ির সামনের পাঁচিলে

আরও পড়ুন: অন্য দলে যান বা নতুন দল গড়ুন, সিব্বলকে হুঁশিয়ারি অধীরের​

সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাজ্য সরকার প্রাপ্য সম্মান দেয়নি, এই অভিযোগও খণ্ডন করেছেন তাপস। যে অধীর অভিযোগটা তুলছেন, তাঁর দল কংগ্রেস কতটা সম্মান প্রয়াত শিল্পীকে দিয়েছে, তা নিয়েই পাল্টা প্রশ্ন তুলেছেন তাপস। তিনি বলেন, ‘‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী নিজে মরদেহের সঙ্গে হেঁটেছেন। তাঁর নেতৃত্বে আমরা অনেকেই রবীন্দ্র সদন থেকে কেওড়াতলা শ্মশান পর্যন্ত হেঁটেছি। বামপন্থী নেতাদেরও সেই মিছিলে দেখা গিয়েছিল। অধীরকে বা তাঁর দলের সে রকম কাউকে ওই মিছিলে দেখা গিয়েছিল বলে তো মনে করতে পারছি না।’’ সৌমিত্রকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া বা তাঁর প্রয়াণে গান স্যালুট দেওয়ার সিদ্ধান্তও যে রাজ্য সরকারই নিয়েছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তাপস।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE