Advertisement
২৫ মে ২০২৪

আবেদন খারিজ

জামিনের আবেদন করতে গিয়ে উড়ালপুল বিপর্যয়ের ঘটনার দায় পুলিশের ঘাড়ে চাপালেন ধৃত কেএমডিএ কর্তার আইনজীবী। ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন কেএমডিএ-র তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার প্রিয়তোষ ভট্টাচার্য।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৬ ০১:৪৮
Share: Save:

জামিনের আবেদন করতে গিয়ে উড়ালপুল বিপর্যয়ের ঘটনার দায় পুলিশের ঘাড়ে চাপালেন ধৃত কেএমডিএ কর্তার আইনজীবী। ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন কেএমডিএ-র তদানীন্তন চিফ ইঞ্জিনিয়ার প্রিয়তোষ ভট্টাচার্য। মঙ্গলবার তাঁর আইজীবী অমর্ত্য ঘোষ ব্যাঙ্কশাল কোর্টে জানান, ৩১ মার্চ ওই দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যুর এক বছর আগেই বিবেকানন্দ রোড বন্ধ রাখার পরামর্শ দিয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছিল কেএমডিএ। কিন্তু পুলিশ তা কানে তোলেনি। তা মানলে হয়তো এত মানুষের প্রাণহানি এড়ানো যেত। কেএমডিএ-র অপর ধৃত কর্তা, এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়ার শান্তনু মণ্ডলের আইনজীবী তীর্থঙ্কর ঘোষ এ দিন আদালতে বলেন, তাঁর মক্কেলের কোনও গাফিলতি নেই, তাঁকে জামিন দেওয়া হোক। সরকারি কৌঁসুলি তমাল মুখোপাধ্যায় অবশ্য জামিনের বিরোধিতা করেন। দু’পক্ষের সওয়াল শোনার পরে ১৩ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রণবীর চট্টোপাধ্যায় ধৃতদের ২৬ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bail petition
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE