Advertisement
০১ নভেম্বর ২০২৪

বাইকে চেপে এসে সাইকেল আরোহীকে অস্ত্রাঘাত

সাইকেলটা পাশে রেখে গল্প করছিলেন দু’জনে। আচমকাই এক বাইক আরোহী হাতুড়ি আর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০১:১৬
Share: Save:

সাইকেলটা পাশে রেখে গল্প করছিলেন দু’জনে। আচমকাই এক বাইক আরোহী হাতুড়ি আর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টা ১০ নাগাদ সোনারপুরের ভবানীপুর-কয়েলপাড়া মোড়ে। পুলিশ সূত্রে খবর, এদিন একটি ছেলের সঙ্গে একজন মহিলা গল্প করছিলেন। তখনই হঠাৎ এক ব্যক্তি বাইকে চড়ে আসেন এবং আঘাত করেন যুবককে। আহত অবস্থায় চিৎকার করতে থাকেন যুবক। এলাকার মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনার পরেই মহিলা ও বাইক আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশের কাছে ওই মহিলা নিজেকে বাইক আরোহীর স্ত্রী বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, আহত যুবক ওঁনার ছেলেকে টিউশন পড়াতেন, তাই কথা বলছিলেন। আশঙ্কাজনক অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্য বিষয়গুলি:

crime biker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE