সাইকেলটা পাশে রেখে গল্প করছিলেন দু’জনে। আচমকাই এক বাইক আরোহী হাতুড়ি আর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। আহত ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টা ১০ নাগাদ সোনারপুরের ভবানীপুর-কয়েলপাড়া মোড়ে। পুলিশ সূত্রে খবর, এদিন একটি ছেলের সঙ্গে একজন মহিলা গল্প করছিলেন। তখনই হঠাৎ এক ব্যক্তি বাইকে চড়ে আসেন এবং আঘাত করেন যুবককে। আহত অবস্থায় চিৎকার করতে থাকেন যুবক। এলাকার মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনার পরেই মহিলা ও বাইক আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন এবং পুলিশের হাতে তুলে দেন। পুলিশের কাছে ওই মহিলা নিজেকে বাইক আরোহীর স্ত্রী বলে দাবি করেছেন। তিনি আরও বলেন, আহত যুবক ওঁনার ছেলেকে টিউশন পড়াতেন, তাই কথা বলছিলেন। আশঙ্কাজনক অবস্থায় যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy