হেলমেট ছাড়াই বেপরোয়া ভাবে বাইক চালাতে গিয়ে ফের শহরে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রূপম দাশগুপ্ত (২১)। শনিবার রাত সওয়া ১০টা নাগাদ যাদবপুরের সুলেখা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। বাইকচালকের ধাক্কায় গুরুতর আহত দুই পথচারী। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, রূপমের বাড়ি যাদবপুরের চিত্তরঞ্জন কলোনি এলাকায়। শনিবার রাতে নিজের বা়ড়ি থেকে গড়িয়ায় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে একটি ট্যাক্সিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা মারেন ওই বাইকচালক। এর পর পড়ে গিয়ে রাস্তার পাশেই একটি ল্যাম্পপোস্টে আঘাত লাগে তাঁর। বাইকচালক-সহ দুই পথচারীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
মা-বাবার একমাত্র সন্তান রূপম গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ছাত্র। তিন বছর আগে তাঁর মা কিডনির অসুখে মারা যান। বাবা অসুস্থ হয়ে শয্যাশায়ী। রূপমের মাসতুতো বোন শ্রেয়সী দাশগুপ্ত বলেন, ‘‘ভাইকে (রূপম) বাইক চালাতে বার বার নিষেধ করতাম। বাইকের ওপর ঝোঁকটা খুব বেশি ছিল ওঁর। বাড়ির কম্পিউটার বিক্রি করে মোটরসাইকেল কিনেছিল।’’ রূপমের মাসি বর্ণালী দাশগুপ্তের কথায়, ‘‘ছোট থেকেই ওকে মানুষ করেছি। মোটরসাইকেলের উপর ওঁর নেশাটা বরাবরের। সেই মোটরবাইকই ওঁর প্রাণ কেড়ে নিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy