Advertisement
১০ জুন ২০২৪
Cannabis

লালবাতি গাড়িতে গাঁজা পাচার!

এ দিন সকালে উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে হঠাৎ খারাপ হয়ে যায় একটি টাটা ইন্ডিকা গাড়ি। ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ লেখা সেই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি। ওড়িশার রেজিস্ট্রেশন নম্বর লাগানো গাড়িটি দাঁড়িয়ে ছিল ঠিক বাগবাজার খালের পাশে।

এই গাড়ি থেকেই উদ্ধার হয় গাঁজা-নিজস্ব চিত্র

এই গাড়ি থেকেই উদ্ধার হয় গাঁজা-নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ২০:২০
Share: Save:

লালবাতি গাড়িতে গাঁজা পাচার! মঙ্গলবার সকালে এমনই একটি গাঁজা ভর্তি গাড়ির হদিশ পেলেন কেন্দ্রীয় শুল্ক দফতরের আধিকারিকরা।

এ দিন সকালে উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে হঠাৎ খারাপ হয়ে যায় একটি টাটা ইন্ডিকা গাড়ি। ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া’ লেখা সেই গাড়ির মাথায় লাগানো ছিল লালবাতি। ওড়িশার রেজিস্ট্রেশন নম্বর লাগানো গাড়িটি দাঁড়িয়ে ছিল ঠিক বাগবাজার খালের পাশে। শুল্ক দফতরের গোয়েন্দাদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অনেক আগে থেকেই গাড়িটির উপর নজর রাখছিলেন তাঁরা।

গাড়িটি গ্যালিফ স্ট্রিটে পৌঁছে খারাপ হওয়ার পরেই পিছনে থাকা গোয়েন্দাদের ফাঁকি দিয়ে পালিয়ে যান গাড়ির চালক। গোয়েন্দারা গাড়ির পেছনের অংশে তল্লাশি চালাতে গিয়ে হদিশ পান ছোট ছোট বস্তায় ভরা প্রায় ষাট কিলোগ্রাম গাঁজার। গাড়ির মধ্যে রাখা ছিল প্রচুর পরিমানে সুগন্ধি। তদন্তকারীদের দাবি, গাঁজার গন্ধ ফাঁকি দিতেই এই সুগন্ধির ব্যবস্থা।

আরও পড়ুন
লোহার রড বিঁধেছিল মাথায়, অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন তারিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Cannabis Drug Customs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE